
প্রিন্ট: ১৪ এপ্রিল ২০২৫, ০৬:০২ পিএম

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ঢাকার হারিয়ে যাওয়া নামগুলোর একটি হলো ‘চূহার বাজার’ বা ইঁদুরের বাজার। ১৯০৬ সালের ম্যাপেও বখশীবাজার ও গীর্দে উর্দু রোডের কাছে চূহার বাজার নামটির অস্তিত্ব লক্ষ করা যায়। এক সময় এর কিছু অংশ ‘বানরটুলী’ নামকরণ হয়। ১৯২১ সালে মুন্সীগঞ্জের জমিদার জয়নাগ মাত্র ৩০০ টাকা পৌরসভাকে দান করে চূহার বাজার নামটি নিজের নামে নামকরণ করে নেয় এবং ‘জয়চাঁদ নাগ লেন’ এলাকাটি পৌরসভার নথিভুক্ত হয়। এভাবে ঢাকার অনেক নাম টাকার বিনিময়ে বিক্রি হওয়ার রেকর্ড পাওয়া যায়। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)