
প্রিন্ট: ০৩ এপ্রিল ২০২৫, ০২:২১ পিএম

প্রকাশ: ৩০ মার্চ ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নাখ্খাস একটি ফারসি শব্দ, যার অর্থ হলো দাস বিক্রির বাজার। মরক্কোর পর্যটক ইবনে বতুতার ভ্রমণ বিবরণীতে বাংলাদেশ থেকে দাসী ক্রয়ের কথা জানা যায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের দোয়েল চত্বর এলাকাটিতেই ছিল দাস বেচাকেনার বাজার; যে কারণে এটি পুরানা নাখ্খাস বা দাসের বাজার নামে পরিচিত ছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরকাইভে দাস বেচাকেনার দস্তাবেজ ও রেকর্ড সংরক্ষিত আছে। দাস বেচাকেনার যুগ চলে যাওয়ায় বাজারটি বিলুপ্ত হয়ে যায়। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)