Logo
Logo
×

বাতায়ন

ঢাকা : এলাকার নামকরণ, বখশিবাজার

Icon

প্রকাশ: ১৬ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মোগল সুবাহদার ইসলাম খান চিশতী ১৬১০ সালে ঢাকাকে রাজধানী শহর হিসাবে প্রতিষ্ঠিত করে এর নতুন নামকরণ করেন জাহাঙ্গীরনগর। এ সময় ঢাকার সেন্ট্রাল জেলখানা এলাকায় স্থাপিত দুর্গ ও আশপাশ এলাকায় মোগল সুবাহদার, সৈন্যসামন্ত ও উচ্চপদস্থ কর্মকর্তাদের জন্য যে অবকাঠামো গড়ে ওঠে, তারই একটি এই বখশিবাজার। ‘বখশি’ হলো একটি উর্দু শব্দ। এটি একটি পদবিযুক্ত শব্দ, যার অর্থ হলো পে-মাস্টার। সৈনিকদের বেতন পরিশোধ ছিল এ পদের প্রধান দায়িত্ব। বখশিদের দ্বারা প্রতিষ্ঠিত বা বখশিদের বসবাস এলাকায় বাজার স্থাপিত হওয়ার কারণে নামটি বখশিবাজার নামে পরিচিত হয়। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম