লেখক, সাংবাদিক, টেলিভিশন ব্যক্তিত্ব ও পরিবেশবিদ মাহফুজ উল্লাহ ১৯৫০ সালের এ দিনে জন্মগ্রহণ করেন। বাংলাদেশে তিনিই পরিবেশ সাংবাদিকতার সূচনা করেন। সাপ্তাহিক বিচিত্রাসহ বিভিন্ন সময়ে দেশের নেতৃস্থানীয় বাংলা ও ইংরেজি দৈনিকে কাজ করেছেন তিনি। এছাড়া চীন গণপ্রজাতন্ত্রে বিশেষজ্ঞ হিসাবে, কলকাতাস্থ বাংলাদেশ উপদূতাবাসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ এবং সাংবাদিকতা বিভাগে খণ্ডকালীন শিক্ষক হিসাবে শিক্ষকতা করেন। গণমাধ্যমে উপস্থাপনাসহ একাধিক টকশো অনুষ্ঠানে অতিথি হিসাবে সংবাদ ও রাজনীতি নিয়ে নানামুখী বিশ্লেষণ করতেন। ২০১৯ সালের ২৭ এপ্রিল তিনি মৃত্যুবরণ করেন।