রাজধানী ঢাকার একটি ব্যস্ততম বাজার এলাকা হাতিরপুল। হাতিরপুলের ইতিহাস অনেক প্রাচীন। ভাওয়ালের রাজারা তাদের পোষা হাতিদের এলিফ্যান্ট রোড ও হাতিরপুলের মধ্য দিয়ে পিলখানার হাতিশালায় নিয়ে যেতেন। রাজার হাতিদের যাতায়াতের পথে এখানে একটা পুল বা জলাশয় ছিল, যা থেকে এলাকার নাম হয়েছে হাতিরপুল। আবার অনেকের মতে, ‘হাতিরপুল’ নামটি ব্রিটিশ নাম ‘হার্টলপুল’ থেকে এসেছে।