
সংগৃহীত ছবি
পৃথিবীর প্রথম মহাকাশচারী ইউরি গাগারিন ১৯৩৪ সালের ৯ মার্চ রাশিয়ার মোলেনস্ক ওবলাস্তে জন্মগ্রহণ করেন। তিনি সর্বপ্রথম ব্যক্তি, যিনি মহাকাশ ভ্রমণ করেন। তিনি ‘ভস্তক’ নভোযানে করে ১৯৬১ সালের ১২ এপ্রিল পৃথিবীর কক্ষপথ প্রদক্ষিণ করেন। এর ফলে তিনি সোভিয়েত ইউনিয়নের নায়কে পরিণত হন এবং দেশে-বিদেশে বহু পুরস্কার ও পদক লাভ করেন। গাগারিন ১৯৬৮ সালে একটি মিগ-১৫ প্রশিক্ষণ বিমান চালানোর সময় দুর্ঘটনায় নিহত হন।