Logo
Logo
×

বাতায়ন

স্মরণ: আলেক্সান্দর ইয়েরসিন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্মরণ: আলেক্সান্দর ইয়েরসিন

ফরাসি-সুইজারল্যান্ডীয় চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী আলেক্সান্দর ইয়েরসিন। ছবি: সংগৃহীত

ফরাসি-সুইজারল্যান্ডীয় চিকিৎসক ও ব্যাকটেরিয়া বিজ্ঞানী আলেক্সান্দর ইয়েরসিন ১৮৬৩ সালের ২২ সেপ্টেম্বর সুইজারল্যান্ডের ওবনে জন্মগ্রহণ করেন। তিনি বিউবনিক প্লেগ রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার আবিষ্কারক হিসাবেই প্রধানত পরিচিত, যা পরবর্তীকালে তার সম্মানার্থে তার নামানুসারে (ইয়েরসিনিয়া পেস্টিস) পরিচিত হয়। ইয়েরসিনের পরিবার ফ্রান্স থেকে আগত। তিনি ১৮৮৩ ও ১৮৮৪ সালে সুইজারল্যান্ডের লোজান শহরে চিকিৎসাশাস্ত্রে অধ্যয়ন করেন; এরপর জার্মানির মারবুর্গে এবং পরবর্তীকালে প্যারিসে শিক্ষা গ্রহণ করেন। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে ১৯৪৩ সালের ১ মার্চ তিনি মৃত্যুবরণ করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম