বরিস পাস্তের্নাক ছিলেন রুশ সাহিত্যের অন্যতম বিখ্যাত কবি, ঔপন্যাসিক এবং অনুবাদক। ১৮৯০ সালের এই দিনে মস্কোর এক সাংস্কৃতিক পরিমণ্ডলে জন্ম তার। রাশিয়ার বাইরে পাস্তের্নাক পরিচিত তার ডক্টর জিভাগো উপন্যাসের জন্য। সমাজতান্ত্রিক রাষ্ট্রচিন্তার আদর্শের সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় উপন্যাসটি তৎকালীন সোভিয়েত ইউনিয়নে প্রকাশ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে ১৯৫৭ সালে ইতালির মিলানে এটি প্রকাশিত হয়। তার পরের বছরই এ উপন্যাসের জন্য পাস্তের্নাক সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। ১৯৬০ সালে ফুসফুসের ক্যানসারে তার মৃত্যু হয়।