আপনার ঊর্ধ্বতনদের প্রতি শ্রদ্ধাশীল হোন, যদি আপনার কেউ থাকে।
সত্যি বলার অভ্যাস থাকলে তোমাকে কিছু মনে রাখতে হবে না।
প্রতিটি মানুষ চাঁদের মতো, যার একটা অন্ধকার দিক রয়েছে; কিন্তু তা সে কাউকে দেখাতে চায় না।
সবচেয়ে খারাপ একাকিত্ব হচ্ছে নিজেকেও ভালো না লাগা।