Logo
Logo
×

বাতায়ন

স্মরণ: জেমস জয়েস

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

স্মরণ: জেমস জয়েস

ছবি: সংগৃহীত

আইরিশ লেখক ও কবি জেমস অগাস্টিন অ্যালওসিয়াস জয়েস ১৮৮২ সালের ২ ফেব্রুয়ারি ডাবলিনে জন্মগ্রহণ করেন। তিনি বিংশ শতাব্দীর একজন অন্যতম প্রভাবশালী লেখক হিসাবে বিবেচিত। তিনি বিশ শতকের প্রথমদিকের আভা-গার্দ এবং আধুনিকতা আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন। জেমস জয়েস মূলত তার ‘ইউলিসিস’ (১৯২২) রচনার জন্য বিখ্যাত। এ লেখাটি লিখেছিলেন হোমারের ওডিসির সমান্তরালে থেকে। তার অন্যান্য প্রধান কাজের মধ্যে রয়েছে-গল্প সংকলন ‘ডাবলিনারস’ (১৯১৪) এবং উপন্যাস ‘অ্যা পোর্টেট অব দ্য আর্টিস্ট অ্যাস অ্যা ইয়াং ম্যান’ (১৯১৬)।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম