Logo
Logo
×

বাতায়ন

বাণী

কবি ও দার্শনিক জালাল উদ্দিন রুমি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কবি ও দার্শনিক জালাল উদ্দিন রুমি

ছবি: সংগৃহীত।

* মোমবাতি হওয়া সহজ কাজ নয়। আলো দেওয়ার জন্য প্রথমে নিজেকেই পুড়তে হয়।

* তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে, উড়ার ক্ষমতা তোমার আছে। তারপরও খোঁড়া হয়ে আছ কেন!

* তোমার হৃদয়ে যদি আলো থাকে, তাহলে ঘরে ফেরার পথ তুমি অবশ্যই খুঁজে পাবে।

* আমাদের চারপাশেই সৌন্দর্য ছড়িয়ে রয়েছে; কিন্তু এটা বুঝতে হলে বাগানে হাঁটতে হবে।

* যা কিছু হারিয়েছ তার জন্য দুঃখ করো না; তুমি তা আবার ফিরে পাবে, আরেকভাবে, আরেক রূপে।

* এটা তোমার আলো, তোমার আলোই এই জগৎকে আলোকিত করে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম