Logo
Logo
×

দৃষ্টিপাত

অসহনীয় জীবনযাত্রা

Icon

রফিউল কলিম

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অসহনীয় জীবনযাত্রা

ছবি: যুগান্তর

খাদ্যপণ্যসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম ক্রমাগত বৃদ্ধি পাওয়ায় তা সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। এটি জনজীবনে অসহনীয় হয়ে উঠছে। আমাদের প্রধান কয়েকটি সমস্যার অন্যতম হলো দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। এটি বাংলাদেশের মতো জনবহুল দেশের জন্য এক বিশাল সমস্যা।

ব্যবসায়ীরা বিভিন্ন পণ্যের মূল্যবৃদ্ধি করছেন নিজেদের স্বার্থে। অসাধু ব্যবসায়ীদের কারসাজি, কালোটাকার দৌরাত্ম্য, চাঁদাবাজি ও দুর্নীতি, সংরক্ষণ ও বণ্টনে অব্যবস্থাপনা, সরকারি নজরদারির অভাব এবং অসৎ উদ্দেশে বিশেষ বিশেষ পণ্যের গুদামজাতকরণসহ আরও কিছু। কারণ, এ অযৌক্তিক মূল্যবৃদ্ধির পেছনে কাজ করে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে অবশ্যই প্রধান ভূমিকা পালন করতে হবে সরকারকে। বাজারে দ্রব্যমূল্য সহনীয় রাখতে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কর্তৃক ভর্তুকি মূল্যে সারা দেশে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি করা হয়ে থাকে, যাকে বলে ট্রাক সেল। এ কার্যক্রম প্রশংসনীয়, তবে এক্ষেত্রে পেশা ও পরিচয় দেখে যারা প্রকৃতই দরিদ্র বা নিম্ন-মধ্যবিত্ত, দ্রব্যমূল্য বৃদ্ধিতে যাদের নাভিশ্বাস উঠেছে, তাদের কাছে দ্রব্য বিক্রি নিশ্চিত করতে হবে।

সামগ্রিক বাণিজ্য ব্যবস্থায় সরকারের নজরদারি আরও জোরদার করতে হবে। দেশের বাইরে দ্রব্যমূল্য বৃদ্ধির কিছুটা প্রভাব দেশে পড়লেও অনেক ক্ষেত্রেই ব্যবসায়ীরা একে অজুহাত হিসাবে দেখিয়ে থাকে। ফলে বাজার হয়ে ওঠে অস্থিতিশীল। এ খাতে সিন্ডিকেট নিয়ন্ত্রণ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকারকে এ ব্যপারে কঠোর হতে হবে। দেশে নির্দিষ্ট কোনো দ্রব্যের মূল্য বিশেষ কারণে বৃদ্ধি পেতে পারে; কিন্তু যাবতীয় দ্রব্যমূল্য বৃদ্ধি মুদ্রাস্ফীতির সতর্ক বার্তা বহন করে। বৃহৎ পরিসরে এমন পরিস্থিতির মুখোমুখি যেন হতে না হয়, সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

শিক্ষার্থী, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম