চা শ্রমিকদের ন্যায্য মজুরি দিন
রিকমা আক্তার
প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বর্তমান সময়ে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে প্রায় সব পেশার মানুষের নাজেহাল অবস্থা। চা শ্রমিকদের অবস্থা আরও ভয়াবহ। প্রতিদিন কমপক্ষে ২০ কেজি চা পাতা তোলার বিপরীতে তারা মজুরি পান মাত্র ১৭৮.৫০ টাকা। যার জন্য সারা দিন হাড়ভাঙা পরিশ্রম করতে হয় শ্রমিকদের। অথচ এ চা পাতা দেশ ও দেশের বাইরে বিক্রি হয় আকাশছোঁয়া মূল্যে। চা শ্রমিকদের পরিবারে সদস্য থাকে অন্তত পক্ষে ৪-৫ জন। অথচ প্রতিটি পরিবার থেকে শুধু ১ জনের কাজ করার অনুমতি থাকে। ফলে সামান্য এ মজুরিতে তাদের তিনবেলা খাবার জোটে না। ছেলেমেয়ের লেখাপড়া, চিকিৎসা খরচ বহন করা তো দূরের কথা।
বর্তমান সরকারের উচিত চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও অধিকার নিশ্চিত করা। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত না করা পর্যন্ত যে রাষ্ট্র যতই উন্নত হোক না কেন, তা কোনো কাজে আসবে না। রাষ্ট্রের বাহ্যিক সৌন্দর্য ও চাকচিক্য বৃদ্ধির চাইতে দেশের মানুষের সুখ শান্তি ও মৌলিক অধিকার নিশ্চিত করা বেশি গুরুত্বপূর্ণ। চা শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিত করতে না পারলে এ পেশাটি হয়তো অচিরেই হারিয়ে যাবে।
শিক্ষার্থী, উদ্ভিদবিদ্যা বিভাগ, মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ