Logo
Logo
×

দৃষ্টিপাত

বই হোক জীবনের সঙ্গী

Icon

বিভাস গুহ

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বই মানুষের জীবনের সর্বশ্রেষ্ঠ বন্ধু। বই অনন্ত জ্ঞানের ভান্ডার। বইয়ের সঙ্গে সম্পর্ক গড়ে তুলতে পারলেই জ্ঞান আহরণ সহজ হয়ে ওঠে। প্রত্যেক মানুষের জীবনেই অবসর থাকে। এ সময়ে বইয়ের মাঝে ডুব দিয়ে জ্ঞানের রাজ্যে ভ্রমণ করলে অপরিসীম আনন্দের ঝর্ণাধারায় মনপ্রাণকে প্রবাহিত করা যায়। তাতে সময়ের সদ্ব্যবহার ও জ্ঞানের আলোয় নিজেকে সমৃদ্ধ করা যায়। মানুষ সুখ-দুঃখ, কষ্ট-যন্ত্রণা, হাসি-আনন্দ-বেদনায় বইয়ের মাঝে ডুব দিয়ে শান্তির পরশ খুঁজে পায়। কারণ বই মানুষকে যেমন হাসাতে পারে, তেমনি পারে কাঁদাতে। বিপদাপদ-সংকট থেকে উত্তরণের পথ দেখানোর জাদুকরী ছোঁয়া আছে বইয়ের ছাপানো কালো অক্ষরগুলোতে। যত্ন করে খুঁজে নেওয়াই শুধু কাজ। মানুষের ক্ষণস্থায়ী জীবনকে সুন্দরের আতিশয্যে ভরে তোলার জন্য বইয়ের গুরুত্ব অপরিসীম। বই শুধু মানুষের জীবনের পথপ্রদর্শকই নয়, জীবনে চলার পথে হতাশা, ব্যর্থতা, ভালোবাসা, বিরহ, বেদনায় সুস্থভাবে বেঁচে থাকার মহৌষধ রূপে কাজ করে। বইকে আপন করতে পারলে জীবনকে অনায়াসে সুন্দর করা যায়। প্রতিদিন আমাদের উচিত বই পড়ার চর্চা করা, যাতে তা অভ্যাসে পরিণত হয়।

শরীরকে সুস্থ রাখার জন্য নিয়মিত পুষ্টিকর খাদ্য ও নিয়মিত শরীরচর্চা করা জরুরি। সেজন্য অনেকেই প্রভাতে বিশুদ্ধ হাওয়ায় রাস্তা কিংবা পার্কে হাঁটাচলার অভ্যাস করে। তেমনি মনকে সুস্থ রাখার জন্য নিয়মিত বইয়ের কালো অক্ষরে ডুব দেওয়া প্রয়োজন, বইয়ের সে কালো অক্ষর থেকে জ্ঞানের রসামৃত আহরণ করতে পারলে হৃদয়-মনে প্রশান্তির ছোঁয়া জীবনকে সুন্দর করে তোলে। বেঁচে থাকতে হলে দেহ ও মন-দুইয়েরই সুস্থতার দরকার রয়েছে। সুস্থ দেহে সুস্থ মনের বসবাস। দেহ ও মন একে অন্যের পরিপূরক। তাই পরিপূর্ণ সুস্থতার জন্য দেহ ও মনের সুস্থতা প্রয়োজন। যে মানুষ বইকে বন্ধু করে নিতে পারে, তার জীবনে দুঃখ-কষ্ট, গ্লানি-হতাশা বাসা বাঁধতে পারে না। এসব অন্ধকার যখন জীবনে এসে উপস্থিত হয়, তখন বই থেকে প্রাপ্ত জ্ঞানের আলো সে অন্ধকারকে দূর করে দেওয়ার শক্তি জোগায়। বন্ধুর মতো বই পাশে এসে দাঁড়ায়। তাই বইকে বন্ধু করতে পারলে জীবন সুন্দর ও সুখের হয়।

সৈয়দ মুজতবা আলী পারস্যের বিখ্যাত কবি ওমর খৈয়ামের কবিতার ভাবানুবাদে লিখেছিলেন, ‘রুটি মদ ফুরিয়ে যাবে, প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে; কিন্তু বইখানা অনন্ত যৌবনা-যদি তেমন বই হয়।’

শিক্ষক ও প্রাবন্ধিক

Jamuna Electronics
wholesaleclub

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম