Logo
Logo
×

দৃষ্টিপাত

অনিরাপদ সড়কের শহর

Icon

রাকিব হাসান নীল

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বর্তমানে একটি অস্বস্তিকর বাস্তবতার মুখোমুখি বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরের সড়কগুলো নিরাপত্তার অভাবে বিপজ্জনক হয়ে উঠেছে। প্রতিদিন অসংখ্য মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন কিংবা আহত হচ্ছেন। অপ্রতুল সড়ক, অবকাঠামোগত সমস্যা তো আছেই; বহু সড়ক হাইওয়ে হিসাবে পরিকল্পিত হলেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাবে তা নিরাপদ নয়। ফুটপাতের অভাব ও সঠিক সিগন্যাল সিস্টেমের অভাবে দুর্ঘটনার ঝুঁকিও বৃদ্ধি পাচ্ছে। যানবাহনের সংখ্যা দিনদিন বৃদ্ধি পাচ্ছে; কিন্তু সেই অনুযায়ী শহরের সড়ক ও চলাচল ব্যবস্থা উন্নত হচ্ছে না। শহরের জনসংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, ফলে যানবাহনের চাপও বাড়ছে। গণপরিবহণব্যবস্থা ভালো না হওয়ায় মানুষ ব্যক্তিগত গাড়ির প্রতি নির্ভরশীল হয়ে পড়েছে-যা যানজট ও দুর্ঘটনার আশঙ্কা বাড়িয়েছে।

সড়কের বিশৃঙ্খলার আরেকটি কারণ ট্রাফিক আইন মেনে না চলা। পথচারী, চালক ও পরিবহণ শ্রমিকরা প্রায়ই নিয়ম ভঙ্গ করছেন, ফলে সড়কগুলো আরও বিপজ্জনক হয়ে উঠছে। এখন সময় এসেছে, সবাই মিলিতভাবে আসুন সড়ক নিরাপত্তার জন্য কাজ করি। সরকারকেও প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সড়কের অবকাঠামো উন্নয়ন, আইনশৃঙ্খলা রক্ষায় জোর দেওয়া এবং জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। সবাই মিলে পারি ঢাকার সড়কগুলোকে নিরাপদ করতে।

শিক্ষার্থী, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম