সাধারণ মানুষের অকৃত্রিম বন্ধু ছিলেন তিনি
মো. আবদুর রশিদ
প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ডা. জাফরুল্লাহ চৌধুরী আজীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন, সাধারণ মানুষের কথা বলেছেন, সাধারণ মানুষের সুখ ও দুঃখের সাথী ছিলেন তিনি। অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী হয়েও ডা. জাফরুল্লাহ চৌধুরী অতি সাধারণভাবে জীবনযাপন করেছেন। জাফরুল্লাহ চৌধুরীর জন্ম ১৯৪১ সালের ২৭ ডিসেম্বর, চট্টগ্রাম জেলার রাউজানে, কর্ণফুলী নদীতীরবর্তী কোয়েপাড়া গ্রামে। তিনি ছিলেন বাবা-মায়ের প্রথম সন্তান, তার বাবার শিক্ষক ছিলেন বিপ্লবী মাস্টারদা সূর্যসেন। জাফরুল্লাহ চৌধুরী ঢাকার বকশিবাজারের নবকুমার স্কুল থেকে মেট্রিকুলেশন এবং ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট উত্তীর্ণের পর ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস এবং ১৯৬৭ সালে বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনস থেকে এফআরসিএস প্রাইমারি পরীক্ষায় উত্তীর্ণ হন। বিলেতের রয়্যাল কলেজ অব সার্জনসে এফআরসিএস পড়াকালীন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ শুরু হলে চূড়ান্ত পর্ব শেষ না করে লন্ডন থেকে ভারতের আগরতলায় গেরিলা প্রশিক্ষণ নেন। পরে ডা. এম এ মবিনের সঙ্গে মিলে সেখানেই ৪৮০ শয্যাবিশিষ্ট ‘বাংলাদেশ ফিল্ড হাসপাতাল’ প্রতিষ্ঠা ও পরিচালনা করেন।
প্রকৃতির অমোঘ নিয়মে ডা. জাফরুল্লাহ চৌধুরী চিরবিদায় নিলেও মুক্তিযুদ্ধে তার অবদান এবং বাংলাদেশের স্বাস্থ্য/ওষুধ নীতি প্রণয়ন ও বাস্তবায়নে অনন্য ভূমিকার জন্য চিরঞ্জীব হয়ে থাকবেন। তিনি স্পষ্টভাষী ও ন্যায়নিষ্ঠ সমাজসেবক ছিলেন। সমাজভিত্তিক জনবান্ধব চিকিৎসাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে ‘সবার জন্য স্বাস্থ্য’ আন্দোলনের অগ্রসেনানী ছিলেন। তার সক্রিয় উদ্যোগ ও দূরদর্শী প্রচেষ্টার ফলে বাংলাদেশ থেকে বহুজাতিক ওষুধ কোম্পানি প্রস্থান করায় দেশে ওষুধ শিল্পের দ্রুত বিকাশ ঘটে এবং বাংলাদেশ অন্যতম ওষুধ রপ্তানিকারক দেশে পরিণত হয়েছে। ‘ফিল্ড হাসপাতাল’ থেকে পরবর্তীকালে গণস্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে গণস্বাস্থ্য হাসপাতাল ও বিশ্ববিদ্যালয়সহ বহু মানবহিতৈষী প্রতিষ্ঠান গড়ে তুলেছিলেন তিনি, যা তার জাতি গঠন ও দেশপ্রেমের অনন্য নিদর্শন। বস্তুত তিনি সাম্যবাদী চেতনার ধারক হিসাবে সাধারণ মানুষের বন্ধু ও জাতির সৃজনশীল নিবেদিত খাদেম ছিলেন। মহান আল্লাহ তার সেবা কবুল করুন এবং পরকালে শান্তির বাড়ি বেহেশতে দাখিল করুন। আমরা তার আত্মার শান্তি ও শোকাহত পরিবারের ধৈর্যশক্তি কামনা করি।
প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক, আসপাডা পরিবেশ উন্নয়ন ফাউন্ডেশন