
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ এএম

সাধন সরকার, শিক্ষক, লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয় মুন্সীগঞ্জ
প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন
বহুনির্বাচনি প্রশ্নোত্তর
১. বিশ্বে কোন ধরনের শাসনব্যবস্থা সবচেয়ে জনপ্রিয় হচ্ছে?
ক. রাজতন্ত্র খ. একনায়কতন্ত্র
গ. সমাজতন্ত্র ঘ. গণতন্ত্র
২. গণতান্ত্রিক শাসনব্যবস্থা কীরূপে পরিচালিত হয়?
ক. বিচার বিভাগ দ্বারা খ. আমলা দ্বারা
গ. জনমত দ্বারা গ. সেনাবাহিনী দ্বারা
৩. বিরোধী দল কীভাবে গণতন্ত্রকে কার্যকর রাখে?
ক. সংসদে বিশৃঙ্খলা করে
খ. সরকারের গঠনমূলক সমালোচনা করে
গ. হরতাল-অবরোধ দিয়ে
ঘ. বিদেশের কাছে নালিশ দিয়ে
৪. গণতন্ত্র সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?
ক. চীনে খ. যুক্তরাষ্ট্রে গ. ভারতে ঘ. গ্রিসে
৫. জনগণের আস্থা অর্জনে ব্যর্থ হলে কোন ধরনের সরকার টিকে থাকতে পারে না?
ক. স্বৈরতান্ত্রিক খ. গণতান্ত্রিক
গ. সমাজতান্ত্রিক ঘ. সামন্ততান্ত্রিক
৬. গণতন্ত্রে রাজনৈতিক দল-
i. রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি করে
ii. দলীয় শক্তি প্রদর্শন করে iii. জনমত গঠন করে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
নিচের উদ্দীপক পড়ে ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও:
একটি সংগঠনের সদস্যরা ৯ জন প্রতিনিধি নির্বাচিত করে। নির্বাচিত প্রতিনিধিদের ভোটে তারা সংগঠনের সভাপতি বাছাই করে।
৭. বর্ণিত সভাপতি বাছাই প্রক্রিয়া কোন ধরনের নির্বাচনকে নির্দেশ করে?
ক. প্রত্যক্ষ নির্বাচন খ. গণভোট
গ. উপ-নির্বাচন ঘ. পরোক্ষ নির্বাচন
৮. বাংলাদেশে এ ধরনের নির্বাচন দেখা যায়-
i. জেলা পরিষদ নির্বাচনে ii. রাষ্ট্রপতি নির্বাচনে
iii. সিটি করপোরেশন নির্বাচনে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৯. জনগণের সার্বভৌমত্বের প্রয়োগ ঘটে কোনটির মাধ্যমে?
ক. আইনের মাধ্যমে খ. রাজনৈতিক দল গঠন করে
গ. সরকারে থেকে ঘ. নির্বাচনের মাধ্যমে
১০. গণতন্ত্রে কাদের অভিযোগ বিষয়ে সরকার উদাসীন থাকে?
ক. সংখ্যাগরিষ্ঠের খ. শ্রমিকদের
গ. ভূমিহীনদের ঘ. সংখ্যালঘুদের
১১. কত সালে স্বাধীন বাংলাদেশে প্রথম সাধারণ নির্বাচন হয়?
ক. ১৯৭২ খ. ১৯৭৩ গ. ১৯৭৪ ঘ. ১৯৭৫
১২. গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলের কাজ-
i. প্রার্থী মনোনয়ন ii. দলের নীতি নির্ধারণ
iii. সরকারের বিরোধিতা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৩. কোন শাসন ব্যবস্থায় জনগণের সার্বভৌম স্বীকৃতি দেওয়া হয়?
ক. ধনতন্ত্র খ. স্বৈরতন্ত্র গ. একনায়কতন্ত্র ঘ. গণতন্ত্র
১৪. বর্তমানে বাংলাদেশে কোন ধরনের নির্বাচন পদ্ধতি বিদ্যমান?
ক. পরোক্ষ খ. প্রত্যক্ষ গ. গণভোট ঘ. কেন্দ্রশাসিত ভোট
১৫. নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনা করে-
i. নিরপেক্ষভাবে ii. পক্ষপাতহীনভাবে iii. স্বতন্ত্রভাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৬. আদর্শ ও আধুনিক গণতান্ত্রিক ব্যবস্থায় ক্ষমতার উৎস কারা?
ক. বিরোধী দল খ. মন্ত্রী
গ. সেনাবাহিনী ঘ. জনগণ
নিচের উদ্দীপক পড়ে ১৭ ও ১৮ নং প্রশ্নের উত্তর দাও:
মাধবপুর ও যাদবপুর পাশাপাশি দুটি গ্রাম। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে সীমানা নির্ধারণ নিয়ে উভয় গ্রাম সমস্যার সস্মুখীন হয়।
১৭. উদ্দীপকের সমস্যা সমাধান করে কোন সংস্থা?
ক. সরকার খ. নির্বাচন কমিশন
গ. রাজনৈতিক দল ঘ. বিচার বিভাগ
১৮. উক্ত সংস্থার ক্ষমতার উৎস-
i. আইন ii. সংবিধান iii. জনগণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও iii খ. ii ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
১৯. স্থানীয় নির্বাচন কোনটি?
ক. পৌরসভার ভোট খ. গণভোট
গ. রাষ্ট্রপতির ভোট ঘ. জাতীয় সংসদের ভোট
উত্তর: ১.ঘ ২.গ ৩.খ ৪.ঘ ৫.খ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.ঘ ১০.ঘ ১১.খ ১২.গ ১৩.ঘ ১৪.খ ১৫.ঘ ১৬.ঘ ১৭.খ ১৮.গ ১৯.ক।