
প্রিন্ট: ২৪ এপ্রিল ২০২৫, ০৯:৫৬ এএম

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
মোরাসিয়া পরিবারের আর্টোকার্পাস গোত্রের ফল কাঁঠাল। এর বৈজ্ঞানিক নাম Artocarpus heterophyllus। এটি সব গাছের ফলের মধ্যে বৃহত্তম ফল এবং ওজনে ৫৫ কেজি পর্যন্ত হতে পারে। গ্রীষ্মকালীন এ ফল কেন বাংলাদেশের জাতীয় ফল? মূলত পাকা কাঁঠাল দারুণ সুস্বাদু ও রসালো। কাঁচা কাঁঠালও রান্না করে খাওয়া যায়। কাঁঠালগাছের পাতা ছাগলের সবচেয়ে পছন্দের খাদ্য। আবার এ গাছের কাঠও বেশ উন্নতমানের। এসব কারণে কাঁঠালের পরিচিতি সুপ্রাচীন কাল থেকে। এ সার্বজনীনতার কারণেই এ ফলকে জাতীয় ফলের মর্যাদা দেওয়া হয়েছে। যদিও বাংলাদেশের জাতীয় ফল গড়নের সৌন্দর্যের দিক থেকে আমও হতে পারত। কিন্তু আগে থেকেই আম ভারতের জাতীয় ফল হিসাবে থাকার কারণে এ প্রস্তাব আর আলোর মুখ দেখেনি। তবে আমগাছ আমাদের জাতীয় বৃক্ষের মর্যাদা পেয়েছে।