
প্রিন্ট: ১৫ এপ্রিল ২০২৫, ০২:৪০ এএম

ড. সনজিত পাল, সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উপন্যাস ও নাটক থেকে সৃজনশীল প্রশ্নের কতগুলো বিষয় তুলে দেওয়া হলো।
উপন্যাস থেকে সৃজনশীল প্রশ্ন আসার ক্ষেত্রে মুক্তিযুদ্ধে বুধার অবদান বিশেষ করে কিশোর যোদ্ধা হিসাবে মাইন পুঁতে রাখা, স্কুলঘর রেকি করা, রাজাকারদের বাড়িতে আগুন দেওয়া, ভারতে আশ্রয়গামী মানুষের দুঃখ-কষ্ট তুলে ধরা, পাকিস্তানি বাহিনী কর্তৃক গ্রামের বাজারে অগ্নিসংযোগ, লুটপাট ও অত্যাচারের বর্ণনা; তার পরিবারের বিপর্যয়, মিঠু ও আলীকে নিয়ে পাকবাহিনীর মোকাবিলা ইত্যাদি। রাজাকার ও শান্তি কমিটির লোকদের কাজকর্ম, বুধাকে কেন্দ্র করে তার চাচির মনোভাব, মধুর মায়ের সন্তান হারানোর বেদনা ইত্যাদি বিষয় নিয়ে সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা অনেক।
নাটক থেকে সৃজনশীল প্রশ্ন হওয়ার ক্ষেত্রে বহিপিরের বাস্তবতা উপলব্ধি, তাহেরা নেওয়ার জন্য ফাঁদ তৈরি, তাহেরাকে কেন্দ্র করে হাতেম আলিকে সহযোগিতার আশ্বাস, ওয়াজ-নসিহত করে সময় কাটানো, তাহেরার পিতা-মাতা ও খোদেজার পিরভক্তি বা কুসংস্কারমূলক দৃষ্টিভঙ্গি, হাসেম আলির প্রগতিশীল চরিত্র, তাহেরার প্রতিবাদী চরিত্র, সমাজে নারীর মতামতের মূল্য না থাকা বা তাদের মতামত উপেক্ষা করার মানসিকতা ইত্যাদি বিষয় নিয়ে সৃজনশীল প্রশ্ন হওয়ার সম্ভাবনা বেশি। বহুনির্বাচনি প্রশ্নের জন্য তোমাদের সিলেবাসভুক্ত সব গদ্য, কবিতা ও নাটক-উপন্যাস পড়তে হবে। তবে সাধারণ, বহুপদী ও অভিন্ন তথ্যভিত্তিক এ তিন উপায়ে তোমাদের চার স্তরের (জ্ঞান, অনুধাবন, প্রয়োগ ও উচ্চতর দক্ষতা) বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে।