
প্রিন্ট: ০৮ এপ্রিল ২০২৫, ০১:২৬ এএম

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বাংলাদেশ দাবা ফেডারেশন আয়োজিত জাতীয় যুব দাবা প্রতিযোগিতা ২০২৫-এর বালক অনূর্ধ্ব-৮, বালক অনূর্ধ্ব-১০, বালক অনূর্ধ্ব-১২, বালিকা অনূর্ধ্ব-১৪ ক্যাটাগরির প্রতিটিতেই চ্যাম্পিয়ন হয় সাউথ পয়েন্টের শিক্ষার্থীরা। বালিকা অনূর্ধ্ব ১৬ ক্যাটাগরিতেও এ প্রতিষ্ঠানের শিক্ষার্থী ৩য় স্থান অর্জন করে।
বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন আয়োজিত তারুণ্যের উৎসব স্কুল হ্যান্ডবল প্রতিযোগিতায় সাউথ পয়েন্টের বালিকা দল রানার্সআপ হয়। উল্লেখ্য, সাউথ পয়েন্ট স্কুলের ইংরেজি মাধ্যমের শিক্ষার্থী মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ার্শিয়া খুশবু তিনবার এশিয়ান স্কুল দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। ২০২৪ সালেও সে শ্রীলংকার কলোম্বোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতায় রৌপ্য পদক অর্জন করে। বাংলাদেশ জাতীয় স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি আয়োজিত জাতীয় পর্যায়ে একক দাবায়ও ৭ম শ্রেণির এ শিক্ষার্থী বর্তমান চ্যাম্পিয়ন। এদিকে সম্প্রতি সাউথ পয়েন্টের আরেক ৯ বছরের শিক্ষার্থী রাইয়ান রশীদ মুগ্ধ ঘটিয়েছে এক অবিশ্বাস্য কাণ্ড। অনলাইন বুলেট দাবা গেমে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন নরওয়ের দাবাড়ু ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে বিশ্ব দাবা অঙ্গনে সাড়া ফেলে দিয়েছে। এ শিক্ষাপ্রতিষ্ঠানের কারাতে দলও পিছিয়ে নেই, বাংলাদেশ কারাতে অ্যাসোসিয়েশন আয়োজিত বাংলাদেশ ক্লাব কারাতে চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করে সাউথ পয়েন্ট স্পোর্টস ক্লাবের কারাতে দল ৫টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৯টি ব্রোঞ্জ পদক অর্জন করে।