মরুভূমির ভেতর দিয়ে পথ চলছিল ডেভিড ও মাইকেল। চলতে চলতে তাদের প্রচুর তৃষ্ণা পেল। এ গরমে পানি কোথায় পাবে। হঠাৎ দূরে একটি মসজিদ দেখতে পেয়ে তারা খুবই আশান্বিত হলো। কিন্তু সমস্যা হলো, তারা তো খ্রিষ্টান- মসজিদে গিয়ে পানি চাইবে কীভাবে? একজন বুদ্ধি করে নিজের নাম বদলে বলল আমার নাম আহমেদ। কিন্তু ডেভিড নিজের নাম বদলাল না। যাই হোক, তারা দু’জনেই মসজিদে গিয়ে ইমাম সাহেবের সঙ্গে দেখা করল। ডেভিড সরাসরি হুজুরের কাছে নিজের নাম বলে পানি চাইল। হুজুর মাইকেলের নাম জিজ্ঞেস করতেই সে জানাল তার নাম আহমেদ। হুজুর ঘরের ভেতর থেকে এক গ্লাস পানি এনে ডেভিডের হাতে দিলেন এবং মাইকেলকে পানি না দিয়ে বললেন, ‘রমজানুল মোবারক আহমেদ।’ অর্থাৎ তখন ছিল রমজান মাস। এ সময় দিনের বেলা হুজুর একজন মুসলিমকে পানি দিতে পারেন না।