Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পৌরনীতি ও নাগরিকতা

Icon

দেওয়ান সামছুর রহমান

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

নাগরিক সমস্যা ও আমাদের করণীয়

বহুনির্বাচনি প্রস্তুতি

১। কোনটি বাংলাদেশ ও বিশ্বের একটি অন্যতম সমস্যা?

ক. জনসংখ্যা সমস্যা খ. বেকারত্ব সমস্যা

গ. জাতীয়তাবাদ সমস্যা ঘ. জঙ্গিবাদ সমস্যা

২। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বে কত তম?

ক. ৩য় খ. ৫ম

গ. ৭ম ঘ. ৮ম

৩। জনসংখ্যার দিক থেকে বাংলাদেশ এশিয়ার দেশগুলোর মধ্যে কত তম?

ক. ২য় খ. ৩য়

গ. ৫ম ঘ. ৭ম

৪। বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা কত?

ক. প্রায় ১৩ কোটি খ. প্রায় ১৪ কোটি

গ. প্রায় ১৫ কোটি ঘ. প্রায় ১৬ কোটি

৫। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে কত জন লোক বাস করে?

ক. ১০০০ খ. ১১০০

গ. ১২০০ ঘ. ১৩০০

৬। বর্তমানে চীনের লোকসংখ্যা কত?

ক. ১.২ বিলিয়ন খ. ১.৩ বিলিয়ন

গ. ১.৪ বিলিয়ন ঘ. ১.৫ বিলিয়ন

৭। কত সালের হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার ১.৩৭

ক. ১৯৯৯ সালের খ. ২০০১ সালের

গ. ২০১০ সালের ঘ. ২০১১ সালের

৮। পৃথিবীর কোন দেশের জনসংখ্যা ১.২ বিলিয়ন?

ক. বাংলাদেশ খ. ভারত

গ. চীন ঘ. রাশিয়া

৯। চীনে প্রতি বর্গ কিলোমিটারে কত জন লোক বাস করে?

ক. ১৪০ জন খ. ৩৬২ জন

গ. ৪৯২ জন ঘ. ৪৯৭ জন

১০। বাংলাদেশ কী ধরনের জলবায়ু অঞ্চলে অবস্থিত?

ক. মেরু অঞ্চলে খ. গ্রীষ্মমণ্ডলে

গ. শীত প্রধান অঞ্চলে ঘ. মরু অঞ্চলে

১১। শহরে জনসংখ্যার চাহিদা অনুযায়ী কোনটি সরবরাহ করা সম্ভব হচ্ছে না?

i. বিদ্যুৎ ii. পানি iii. গ্যাস

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২। কোনটি মানুষকে সচেতন করে?

ক. সংস্কৃতি খ. ধর্ম

গ. শিক্ষা ঘ. সম্পদ

১৩। কত সালে সরকার নতুন জনসংখ্যা নীতি গ্রহণ করে?

ক. ২০০৩ সালে খ. ২০০৪ সালে

গ. ২০০৮ সালে ঘ. ২০১২ সালে

১৪। ২০১৪ সালের মধ্যে সরকারের কোন মন্ত্রণালয় দেশ থেকে নিরক্ষরতা দূর করার রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ করে?

ক. প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় খ. শিক্ষা মন্ত্রণালয়

গ. স্বাস্থ্য মন্ত্রণালয় ঘ. স্বরাষ্ট্র মন্ত্রণালয়

১৫। আমাদের দৈনিক কী পরিমাণ খাদ্য গ্রহণ করার পর্যাপ্ত সম্পদ নেই?

ক. ৪৫৫০ কিলোক্যালরি খ. ৩২১০ কিলোক্যালরি

গ. ২১২২ কিলোক্যালরি ঘ. ১৫২৯ কিলোক্যালরি

১৬। ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশে শতকরা কী পরিমাণ লোক দারিদ্র্যসীমার নীচে বাস করত?

ক. ৪০ জন খ. ৪৪ জন

গ. ৪৭ জন ঘ. ৪৮ জন

১৭। একটি দেশের মোট আয়তনের শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন?

ক. ২৫ ভাগ খ. ৩০ ভাগ

গ. ৩৫ ভাগ ঘ. ৪০ ভাগ

১৮। বর্তমানে বাংলাদেশে শতকরা কী পরিমাণ বনভূমি রয়েছে?

ক. ৩০ ভাগ খ. ২৫ ভাগ

গ. ১৭ ভাগ ঘ. ৬ ভাগ

১৯। আমাদের দেশের অধিকাংশ পরিবারই কেমন?

ক. দরিদ্র খ. ধনী

গ. কৃপণ ঘ. সচ্ছল

২০। কয়টি কারণে সন্ত্রাস সংঘটিত হয়?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

উত্তর : ১.ক ২.ঘ ৩.গ ৪.গ ৫.খ ৬.গ ৭.ঘ ৮.খ ৯.ক ১০.খ ১১.ঘ ১২.গ ১৩.খ ১৪.ক ১৫.গ ১৬.খ ১৭.ক ১৮.ঘ ১৯.ক ২০.খ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম