বরেণ্য: চিত্রশিল্পী সফিউদ্দিন আহমেদ

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সফিউদ্দিন আহমেদ ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত চিত্রশিল্পী। তাকে বাংলাদেশের আধুনিক ছাপচিত্রের জনক বলা হয়। তবে ছাপচিত্রের পাশাপাশি তিনি জল রং এবং তেল রং-এর কাজেও দক্ষতা দেখিয়েছেন। তিনি সাত দশকের বেশি সময় ধরে শিল্পচর্চায় দেশের চারুকলার জগৎকে সমৃদ্ধ করেছেন। তার শিল্পকর্মে ১৯৫২ সালের ভাষা আন্দোলন এবং ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বাস্তব চিত্র ফুটে উঠেছে। তিনি ১৯২২ সালে কলকাতায় জন্মগ্রহণ করেন। ১৯৩৬ সালে কলকাতা আর্ট স্কুলে ভর্তি হন এবং ১৯৪২ সালে এখান থেকে চারুকলায় স্নাতক ডিগ্রি লাভ করেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পর কলকাতা থেকে ঢাকার ধানমণ্ডিতে চলে আসেন। তিনি ১৯৪৫ সালে কলকাতা একাডেমি অব ফাইন আর্ট প্রদত্ত একাডেমি প্রেসিডেন্ট পদক লাভ করেন। এছাড়া বাংলাদেশের একুশে পদক ও স্বাধীনতা পদকেও ভূষিত হন তিনি। ২০১২ সালের ১৯ মে তিনি মারা যান।