Logo
Logo
×

টিউটোরিয়াল

রজতজয়ন্তী: শিক্ষকদের শুভেচ্ছা

টিউটোরিয়াল বিভাগের শিক্ষকরা দায়িত্বশীল

Icon

সেলিম কামাল

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আমার বাবাও শিক্ষক ছিলেন। তাই শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধা অন্যরকম। সে কারণে আমি প্রত্যেককেই ‘স্যার’ সম্বোধন করি। যুগান্তর পত্রিকা ২৬ বছরে পা রেখেছে। কিন্তু আমার সঙ্গে এর সম্পৃক্ততা ২১ বছরের। এ দীর্ঘ পথপরিক্রমায় আমার পরিচয় হয়েছে বহু শিক্ষক-শিক্ষিকার সঙ্গে। বিভাগটির দায়িত্ব নেওয়ার পর বিপণন প্রক্রিয়ার অংশ হিসাবে বিভাগটির জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যে আমি নামকরা স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকাদের এ বিভাগের সঙ্গে সম্পৃক্ত করতে শুরু করি। একে একে টিউটোরিয়ালের সঙ্গে সম্পৃক্ত হতে থাকেন ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজ, মনিপুর উচ্চবিদ্যালয়, রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ, সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়, সেন্ট গ্রেগরি হাইস্কুল অ্যান্ড কলেজ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ন্যাশনাল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, গভর্নমেন্ট সাইন্স হাইস্কুল, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, কুর্মিটোলা বিএএফ শাহীন কলেজ প্রভৃতি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা। বিশেষ পরীক্ষাগুলোর আগে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষরাও পরামর্শ দিয়ে ঋদ্ধ করেছেন বিভাগটির নানা আয়োজনকে।

২০০৪ সালে যুগান্তরে যোগ দেওয়ার পর থেকে আমি বিনোদন বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। সময়ের পরিক্রমায় (২০০৭ সালে) হয়ে উঠলাম টিউটোরিয়াল বিভাগের সম্পাদক। শুরু থেকেই যে শিক্ষকরা এ বিভাগের সঙ্গে সম্পৃক্ত ছিলেন, কাজের সূত্রে তাদের সঙ্গে আমার সখ্য গড়ে উঠল। তখন মো. কামরুজ্জামান স্যার নবম-দশম শ্রেণির পদার্থবিজ্ঞান লিখতেন। সে সময় তিনি ছিলেন বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ রাইফেল্স কলেজের শিক্ষক। এর পরপরই তিনি জয়েন করলেন মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে। এখনো সম্পৃক্ত রয়েছেন এ বিভাগের সঙ্গে। পুরোনো শিক্ষকদের মধ্যে রয়েছেন সোনারগাঁ গোয়ালপাড়া হাইস্কুলের সিনিয়র শিক্ষক দেওয়ান সামছুর রহমানও।

বিভাগটির পাঠকপ্রিয়তা এত বেশি যে, এর সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য প্রত্যন্ত অঞ্চলের শিক্ষরাও উদগ্রীব থাকেন। অনুরোধ করেন, তাদের লেখাও যেন প্রকাশ করা হয় বিভাগটিতে। কিন্তু পরিসর স্বল্পতার দরুন সবাইকে সুযোগ দেওয়া সম্ভব হয় না বলে বিনয়ের সঙ্গে তাদেরকে বঞ্চিত করতে হয়। তারপরও এ বিভাগের সঙ্গে সম্পৃক্ত হতে পেরেছেন টাঙ্গাইলের ধনবাড়ি সরকারি কলেজ, চাঁদপুরের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজ, নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ, নারায়ণগঞ্জের কলাগাছিয়া ইউনিয়ন উচ্চবিদ্যালয়, পটুয়াখালী সরকারি উচ্চবিদ্যালয়, মুন্সীগঞ্জের লৌহজং বালিকা পাইলট উচ্চবিদ্যালয়, ঝিনাইদহের আমেনা খাতুন কলেজ, চাঁদপুরের কেএফটি কলেজিয়েট স্কুল, কুমিল্লার গণউদ্যোগ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজের সম্মানিত শিক্ষকরা।

টিউটোরিয়াল বিভাগের সাফল্যের গল্প বারবার বলার প্রয়োজন হয় না। প্রতিবারই আমাদের শিক্ষকদের দেওয়া সাজেশন, মডেল টেস্ট শিক্ষার্থীদের বেশ উপকারে আসে। গত তিন বছর ধরে টিউটোরিয়াল পাতার সঙ্গে যুক্ত হয়েছেন বিসিএস পরীক্ষাপ্রস্তুতির বিশেষজ্ঞ আফজাল হোসেন। তিনি অত্যন্ত পরিশ্রম করে বিসিএস পরীক্ষার্থীদের জন্য প্রশ্নোত্তর তৈরি করে যাচ্ছেন, নতুন কোনো আপডেট থাকলে সেটাও মিস করছেন না। এ কারণে যারা ওই পরীক্ষা প্রস্তুতির জন্য টিউটোরিয়ালের সহযোগিতা নিচ্ছেন, তারা বেশ উপকৃত হচ্ছেন। পরীক্ষার্থীদের পক্ষ থেকে সংশ্লিষ্ট লেখককে কৃতজ্ঞতা জানিয়ে দেওয়া হলো।

আসলে টিউটোরিয়াল পাতার সব শিক্ষকই স্ব-স্ব ক্ষেত্রে দায়িত্বশীল। শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে কখনো আলসেমি করেননি। দায়সারা গোছের কাজ করেননি। এখনো সে ধারা অব্যাহত রয়েছে। এ জন্য আমি আমার বিভাগের সংশ্লিষ্ট শিক্ষকদের কাছে কৃতজ্ঞ। আশা করি, সামনের দিনগুলোতেও তারা শিক্ষার্থীদের উপকারে আমাদের পাশে থাকবেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম