যুগান্তর-সংশ্লিষ্ট সবার কল্যাণ কামনা করছি

কর্নেল নুরন্ নবী (অব.)
প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
প্রতিষ্ঠাতা অধ্যক্ষ- রাজউক উত্তরা মডেল কলেজ ও মাইলস্টোন কলেজ
সাবেক অধ্যক্ষ-ফৌজদারহাট ও ঝিনাইদহ ক্যাডেট কলেজ
দেশের অন্যতম পাঠকপ্রিয় দৈনিক পত্রিকা ‘যুগান্তর’। বহু বছর থেকেই আমার প্রিয় দৈনিকের অন্যতম একটি। কালের হাত ধরে দেশের জনপ্রিয় এ দৈনিকটি ২৫ ছাড়িয়ে পা রেখেছে ২৬ বছরে। সত্য সুন্দরের সঙ্গে স্বপ্নময় এই সাহসী পথ চলার জন্য দৈনিক যুগান্তরকে আমার অনিঃশেষ শ্রদ্ধা, শুভেচ্ছা ও ভালোবাসা। কল্যাণ হোক যুগান্তর পরিবার ও সংশ্লিষ্ট সবার। সাধারণ মানুষের মনের কথা নিয়ে দৈনিক যুগান্তর তার সহাসী পথচলা অব্যাহত রাখুক আজ এই মহেন্দ্রক্ষণে এমনটাই প্রত্যাশা রইল। একটি কথা বলতেই হয় তা হলো, আজকাল প্রথম সকালে যুগান্তর হাতে নিলে একটি মুখ স্মৃতিতে ভাসে; তিনি যুগান্তরের প্রতিষ্ঠাতা নুরুল ইসলাম। একজন মুক্তিযোদ্ধা ও সফল শিল্পোদ্যোক্তা হিসাবে যিনি এদেশের মানুষের অন্তরে বেঁচে থাকবেন বহুকাল। আজ আমি সেই স্বপ্নকারিগরকেও স্মরণ করব এবং শ্রদ্ধা জানাব। একটি পত্রিকা অনেকগুলো কারণে পাঠকের হৃদয়ের স্থান করে নেয়, দিনে দিনে যার প্রায় সবই নিজের করে নিতে সক্ষম হয়েছে দৈনিক যুগান্তর। তথাপি ব্যক্তিবিশেষে ভালোলাগার কিছু বিষয় থাকে যা একজন থেকে অন্যজনের আলাদা বা একই রকম হয়। যুগান্তরের সংবাদ, ফিচার, আন্তর্জাতিক বিষয়াদির বিশ্লেষণ, সম্পাদকীয়’র মতো বিষয়গুলোতে বরাবরই আমি একজন মুগ্ধ পাঠক। এমন পাঠমুগ্ধতা প্রতিদিনকার যা যুগান্তারের মতো আমাদের ভালোবাসাতেও অব্যাহত রইবে। শিক্ষাঙ্গনের একজন মানুষ হিসাবে পত্রিকাটির শিক্ষা বিষয়ক পাতা টিউটোরিয়ালের কথা আলাদাভাবে বলতেই হবে-কারণ দিনে দিনে পাতাটি এদেশের অগণিত ছাত্রছাত্রীদের জন্য অপরিহার্য বিষয়ে পরিণত হয়েছে। আমি আবারও যুগান্তর পরিবারকে আমার আন্তরিক শুভকামনা জানাব।