Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি ২০২৫ পরীক্ষার্থীদের প্রস্তুতি

বাংলা প্রথমপত্র * পৌরনীতি ও নাগরিকতা

বাংলা প্রথমপত্র

Icon

ড. সনজিত পাল

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সিনিয়র শিক্ষক, সেন্ট গ্রেগরী হাইস্কুল অ্যান্ড কলেজ, লক্ষ্মীবাজার, ঢাকা

প্রবাস বন্ধু

-সৈয়দ মুজতবা আলী

অনুধাবন প্রশ্ন

১. আবদুর রহমানকে ‘হরফন-মৌলা’ বা সয কাজের কাজী বলা হয়েছে কেন?

২. জিরার সাহেবকে কাজের লোক বলা হয়েছে কেন?

৩. আবদুর রহমানকে নরদানব বলা হয়েছে কেন?

৪. আবদুর রহমানের শারীরিক গঠন বর্ণনা কর।

৫. ‘চামড়া চিড়ে ফেঁড়ে গিয়ে আফগানিস্তানের রিলিফ ম্যাপের চেহারা ধরেছে’- বলতে কী বোঝানো হয়েছে?

৬. লেখক আবদুর রহমানে ঠোঁট দুটি দেখতে পাননি কেন?

৭. ‘আফগানিস্তানেও নাকি এ ধরনের একটা সংস্কার আছে’- বলতে কী বোঝানো হয়েছে?

৮. ‘দুটো চিনেমাটির ডাবরে যেন দুটো পান্তুয়া ভেসে উঠেছে’- ব্যাখ্যা কর।

৯. আবদুর রহমানকে ভীমসেন বলা হয়েছে কেন?

১০. ‘কোনো একটা... আরম্ভ করলুম’- কেন?

১১. পাগমানের পাহাড় সম্পর্কে লেখ।

১২. ‘বুঝলুম, খবর-টবরও রাখে’- ব্যাখ্যা কর।

১৩. ‘ভাব দেখে বুঝলুম... প্রয়োজনবোধ করেনি’- বলতে কী বোঝানো হয়েছে?

১৪. কলেজের বড়কর্তা লেখকে ধমক দিলেন কেন?

১৫. ‘সে দুটোর একটাও তোমার নেই’- বলতে কী বোঝানো হয়েছে?

১৬. ‘তার পক্ষে কোম্পানির কাজ হচ্ছে তর্ক না করা’- ব্যাখ্যা কর।

১৭. ‘শুনতে পাই ফ্রান্সে নাকি নিত্যি নিত্যি, ঘরে ঘরে’- বলতে কী বোঝানো হয়েছে?

১৮. ‘আমার মনে আর কোনো... মেসের চার্জে ছিলেন’- কেন বলা হয়েছে?

১৯. ‘এক কোণে একটি আলু অপাঙ্ক্তেয় হওয়ার দুঃখে ডুবে মরার চেষ্টা করছে’- ব্যাখ্যা কর।

২০. আবদুর রহমান লেখকে অভয়বাণী দিয়েছে কেন?

২১. ‘অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর’- কেন বলা হয়েছে?

২২. আবদুর রহমান লেখকের খাওয়া চোখ ভরে দেখে নিচ্ছিল কেন?

২৩. আবদুর রহমান অন্তর্ধান হলো কেন?

২৪. ‘তামাম আফগানিস্তানে মশহুর’- বলতে কী বোঝানো হয়েছে?

২৫. ‘আমার ব্রহ্মরন্ধ্র পর্যন্ত ঝিনঝিন করে উঠছে’- কেন বলা হয়েছে?

২৬. অত্যন্ত ঠান্ডা হওয়া সত্ত্বেও লেখক আঙুর খেলেন কেন?

২৭. ‘কার গোয়াল, কে দেয় ধুঁয়ো’- বলতে কী বোঝানো হয়েছে?

২৮. আবদুর রহমানের পরিবেশনকৃত চায়ের বর্ণনা দাও।

২৯. ‘আমার রান্না হুজুরের পছন্দ হয়নি’- কেন বলা হয়েছে?

৩০. ‘কাবুলের হাওয়া তো হাওয়া নয়- আতসবাজির হল্কা’- বলতে কী বোঝানো হয়েছে?

৩১. পানশির/ উত্তর আফগানিস্তানের আবহাওয়ার বর্ণনা দাও।

৩২. ‘পানশিরের মানুষ তো...উড়ে চলে যায়’- বলতে কী বোঝানো হয়েছে?

৩৩. ‘পছন্দ না হয়, আবদুর রহমানের গর্দান তো রয়েছে’- কেন বলা হয়েছে?

৩৪. পানশিরে পড়া বরফের বর্ণনা দাও।

৩৫. কালো চশমা পড়ার কথা বলা হয়েছে কেন?

৩৬. ‘এক এক দম... আয়ু বাড়বে’- কেন বলা হয়েছে?

৩৭. ‘আপনি ক্ষিদের চোটে আমায় কতল করবেন’- কেন বলা হয়েছে?

৩৮. ‘শীতকালটা আমি পানশিরেই কাটাব’- কেন বলা হয়েছে?

৩৯. ‘আবদুর রহমান ফ্যালফ্যাল করে আমার দিকে তাকাল’- কেন?

সৃজনশীল প্রশ্নের দিকসমূহ

১. আফগানিস্তানের ভূ-প্রকৃতির বর্ণনা/ প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা।

২. আবদুর রহমানের শারীরিক গঠন ও তার আচরণের বর্ণনা।

৩. লেখকের প্রতি আবদুর রহমানে শ্রদ্ধা ও আনুগত্য।

৪. অফিসের বড়কর্তার সঙ্গে উপযুক্ত আচরণের নির্দেশনা।

৫. আবদুর রহমানের রান্না করা খাবার ও অন্যান্য খাবার পরিবেশন।

৬. আবদুর রহমানের সরলতা, সততা ও সহযোগিতামূলক আচরণ।

৭. ভিন্ন দেশের/ নতুন দেশের সামাজিক সংস্কৃতি, খাদ্যাভ্যাস ও প্রকৃতি সম্পর্কে জানা।

৮. কাহিনি বর্ণনায় হাস্যরসের প্রাধান্য।

৯. কাবুলের নাগরিক জীবনের বৈশিষ্ট্য।

১০. আতিথেয়তার বর্ণনা।

১১. আফগানিস্তানের নিজস্ব রীতি-নীতি, খাবার ব্যবস্থা ও অতিথি আপ্যায়নের বর্ণনা।

১২. আফগানিস্তানের রাত্রিকালিন নিরাপত্তা ও নাগরিক জীবনের শঙ্কা।

পৌরনীতি ও নাগরিকতা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল, সোনারগাঁ

বাংলাদেশের স্থানীয় সরকারব্যবস্থা

সৃজনশীল নৈর্ব্যক্তিক

১। বাংলাদেশের কোন সরকারব্যবস্থার দীর্ঘ ইতিহাস রয়েছে?

ক. স্থানীয় খ. কেন্দ্রীয়

গ. জাতীয় ঘ. প্রশাসনিক

২। বাংলাদেশে সংবিধান প্রণীত হয় কত সালে?

ক. ১৯৭১ সালে খ. ১৯৭২ সালে

গ. ১৯৮০ সালে ঘ. ১৯৮৫ সালে

৩। স্থানীয় সরকারের রূপ কয় ধরনের হয়ে থাকে?

ক. চার খ. তিন গ. দুই ঘ. এক

৪। বর্তমানে বাংলাদেশে কয় স্তরবিশিষ্ট স্থানীয় সরকার কাঠামো লক্ষ করা যায়?

ক. পাঁচ খ. চার গ. তিন ঘ. দুই

৫। বাংলাদেশে কয়টি বড় শহরে সিটি করপোরেশন রয়েছে?

ক. ৭টি খ. ৮টি গ. ১১টি ঘ. ১২টি

৬। বর্তমানে বাংলাদেশে পৌরসভার সংখ্যা কয়টি?

ক. ৩২৭টি খ. ৩৭২টি

গ. ৪২০টি ঘ. ৪৯২টি

৭। বাংলাদেশের সংবিধানে পঞ্চদশ সংশোধনী কত সালে হয়েছিল?

ক. ১৯৯১ সালে খ. ১৯৯৯ সালে

গ. ২০০১ সালে ঘ. ২০১১ সালে

৮। গড়ে কতটি গ্রাম নিয়ে একটি ইউনিয়ন পরিষদ গঠিত হয়?

ক. ৯-১০টি খ. ১২-১৪টি

গ. ১০-১৫টি ঘ. ১৫-২০টি

৯। বাংলাদেশে কয়টি উপজেলা পরিষদ রয়েছে?

ক. ৪৫০টি খ. ৪৫৭টি

গ. ৪৯২টি ঘ. ৪৯৭টি

১০। ইউনিয়ন পরিষদের কার্যকাল কত বছর?

ক. ৩ বছর খ. ৫ বছর

গ. ৭ বছর ঘ. ১০ বছর

১১। পার্বত্য জেলাগুলো-

i. বান্দরবন ii. খাগড়াছড়ি

iii. কক্সবাজার

নিচের কোনটি সঠিক?

ক. i খ. i ও ii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১২। আমাদের দেশে কতটি জেলা পরিষদ রয়েছে?

ক. ৭৯টি খ. ৭২টি

গ. ৬৯টি ঘ. ৬১টি

১৩। ইউনিয়ন পরিষদে কয়জন নির্বাচিত মহিলা সদস্য রয়েছেন?

ক. ৩ জন খ. ৫ জন

গ. ৭ জন ঘ. ৯ জন

১৪। একটি ইউনিয়ন কয়টি ওয়ার্ডে বিভক্ত থাকে?

ক. ৩টি খ. ৫টি গ. ৭টি ঘ. ৯টি

১৫। সারা দেশে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে?

ক. ৪৫৫০টি খ. ৪৫৫৪টি

গ. ৪৫৭৪টি ঘ. ৪৫৭৭টি

১৬। ইউনিয়ন পরিষদে প্রতি কয়টি ওয়ার্ডে একজন মহিলা সদস্য থাকেন?

ক. দুইটি খ. তিনটি

গ. চারটি ঘ. পাঁচটি

১৭। উপজেলা পরিষদে কয়জন ভাইস চেয়ারম্যান থাকেন?

ক. ৫ জন খ. ৩ জন গ. ২ জন ঘ. ১ জন

১৮। উপজেলা পরিষদে সচিবের দায়িত্ব পালন করেন কে?

ক. চেয়ারম্যান খ. ভাইস চেয়ারম্যান

গ. ওসি ঘ. ইউএনও

১৯। কে একজন প্রতিমন্ত্রীর মর্যাদার অধিকারী হন?

ক. জেলা পরিষদ চেয়ারম্যান

খ. উপজেলা চেয়ারম্যান

গ. জেলা প্রশাসক ঘ. ইউএনও

২০। ঢাকায় কয়টি সিটি করপোরেশন রয়েছে?

ক. ১টি খ. ২টি

গ. ৩টি ঘ. ৪টি

উত্তর : ১.ক ২.খ ৩.গ ৪.গ ৫.ঘ ৬.ক ৭.ঘ ৮.গ ৯.গ ১০.খ ১১.খ ১২.ঘ ১৩.ক ১৪.ঘ ১৫.খ ১৬.খ ১৭.গ ১৮.ঘ ১৯.ক ২০.খ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম