Logo
Logo
×

টিউটোরিয়াল

বরেণ্য: সৈয়দ ওয়ালীউল্লাহ

Icon

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

সৈয়দ ওয়ালীউল্লাহ আধুনিক বাংলা সাহিত্যের এক স্তম্ভপ্রতিম কথাশিল্পী। তিনি চট্টগ্রামের ষোলশহরে ১৯২২ সালের ১৫ আগস্ট জন্মগ্রহণ করেন। ১৯৩৯ সালে তিনি কুড়িগ্রাম উচ্চবিদ্যালয় থেকে ম্যাট্রিক এবং ১৯৪১ সালে ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেন। ডিস্টিংশনসহ বিএ পাশ করলেও এমএ পড়া হয়নি তার। কারণ, ছাত্র অবস্থাতেই তিনি কর্মজীবনে প্রবেশ করেন। ১৯৪৫ সালে তিনি কলকাতার ইংরেজি দৈনিক দ্য স্টেটসম্যান পত্রিকায় চাকরি নেন। এ বছরই তার প্রথম গল্পসংকলন নয়নচারা প্রকাশিত হয়। তার রচিত উপন্যাসগুলোর মধ্যে রয়েছে লালসালু, চাঁদের অমাবস্যা, কাঁদো নদী কাঁদো প্রভৃতি। তার লেখা নাটকগুলোর মধ্যে রয়েছে- বহিপীর, উজানে মৃত্যু, সুড়ঙ্গ, তরঙ্গভঙ্গ। ১৯৭১ সালের ১০ অক্টোবর তিনি অধ্যয়নরত অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মাত্র ৪৯ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি মরণোত্তর একুশে পদক, বাংলা একাডেমিসহ বহু পুরস্কারে ভূষিত হন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম