দশ-বারো বছরের একটি ছেলে। লেখাপড়ার খরচ জোগাতে হকারি করত। একবার প্রচুর খিদে নিয়ে সে এক মহিলার দরজায় গিয়ে পানি চাইল। মহিলাটি তার খিদের কথা বুঝতে পেরে পানির বদলে এক গ্লাস দুধ নিয়ে এলেন। ছেলেটি অনুপ্রেরণা এবং শ্রদ্ধা নিয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে গেল। অনেক বছর পরের ঘটনা। শহরের বিরাট এক ডাক্তার হাওয়ার্ড কেলি এক মৃতপ্রায় রোগীর চিকিৎসায় নিয়োজিত হলেন। রোগীর গ্রামের নাম শুনে তিনি রোগীকে চিনে ফেললেন, ইনি সেই মমতাময়ী! কেলি তার সর্বোচ্চ চেষ্টা দিয়ে তাকে সুস্থ করে তুললেন। মহিলা কাউন্টারে গিয়ে দেখলেন, ডা. কেলি ইতোমধ্যে তার হাসপাতালের দেনা চুকিয়ে দিয়েছেন এবং তার বিলের কাগজে লিখে দিয়ে গেছেন, ‘পেইড ইন ফুল উইথ এ গ্লাস অব মিল্ক’। আমরা জীবনে যাই করি না কেন, সবকিছুরই প্রতিদান আমাদের জন্য অপেক্ষা করছে। হোক না একটু দেরি!