Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (৩০)

আন্তর্জাতিক বিষয়াবলি

Icon

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. যুদ্ধবন্দিদের প্রতি আচরণ সম্পর্কিত জেনেভা কনভেনশন কবে স্বাক্ষরিত হয়-

ক. ১৯২৫ সালে খ. ১৯৪৯ সালে

গ. ১৯৬৬ সালে ঘ. ১৯৭২ সালে

২. ভূ-রাজনীতির জনক কে?

ক. আলফ্রেড টি মাহান খ. ইমানুয়েল কান্ট

গ. রুডলফ কিয়েলেন ঘ. স্পাইকম্যান

৩. আধুনিক গণতন্ত্রের জনক কে?

ক. রুশো খ. জন লক

গ. ম্যাক্স ওয়েবার ঘ. হ্যারল্ড লাস্কি

৪. ‘Poor Economics’ গ্রন্থটির লেখক-

ক. ড. মুহাম্মদ ইউনূস খ. এলিনর অস্ট্রম

গ. অভিজিৎ ব্যানার্জি ঘ. অমর্ত্য সেন

৫. এককেন্দ্রিক বিশ্ব বলতে বুঝায়-

ক. ইউরোপীয় ইউনিয়নের আধিপত্য খ. বিশ্বে যুক্তরাষ্ট্রের আধিপত্য

গ. চৈনিক সমাজতান্ত্রিক প্রভাব ঘ. রুশ সামাজিক সাম্রাজ্যবাদ

৬. হেলসিংকি ঘোষণাপত্র (Helsinki Declaration) কোন সালে স্বাক্ষরিত হয়?

ক. ১৯৬৫ সালে খ. ১৯৭৫ সালে

গ. ১৯৮৫ সালে ঘ. ১৯৯৫ সালে

৭. কোনটি D-৮ ভুক্ত দেশ নয়?

ক. নাইজেরিয়া খ. ভারত

গ. মালয়েশিয়া ঘ. তুরস্ক

৮. ‘অরবিস ইন্টারন্যাশনাল’ বিশ্বব্যাপী কোন বিষয়ে কাজ করে?

ক. অন্ধত্ব প্রতিরোধ খ. দারিদ্র্য মোচন

গ. মাদক নিরাময় ঘ. শিশু মৃত্যু-হ্রাস

৯. যে প্রতিষ্ঠান বৈদেশিক বাণিজ্যের ভারসাম্যহীনতা হ্রাস করতে ঋণ দেয়-

ক. বিশ্বব্যাংক খ. আইএমএফ

গ. আইএফসি ঘ. আইএমএফ

১০. দার্শনিক প্লেটো রচিত বিখ্যাত পুস্তকের নাম-

ক. দি প্রিন্স খ. দি গড ফাদার গ. দি পলিটিক্স ঘ. দি রিপাবলিক

১১. Extradition Treaty হলো-

ক. উত্তর মেরু চুক্তি খ. অপরাধী প্রত্যর্পণ চুক্তি

গ. পরিবেশ দূষণ সংক্রান্ত চুক্তি ঘ. তেল-গ্যাস আহরণ চুক্তি

১২. ‘For the Record’ নামক স্মৃতিকথার রচয়িতা কে?

ক. ডেভিড ক্যামেরন খ. টনি ব্লেয়ার

গ. থেরেসা মে ঘ. এঞ্জেলা মার্কেল

১৩. Fridays For Future আন্দোলনের সূত্রপাত করেন কে?

ক. গুলালাই ইসমাইল খ. জোসুয়া অং

গ. মর্গেন্স নিক্কেটফট ঘ. গ্রেটা থুনবার্গ

১৪. জাতিসংঘের উদ্যোগে কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়?

ক. ১৯৭০ সাল খ. ১৯৭১ সাল

গ. ১৯৭২ সাল ঘ. ১৯৭৩ সাল

১৫. ঐতিহাসিক ম্যাগনাকার্টা কবে স্বাক্ষরিত হয়?

ক. ১৫ জুন ১২১৫ খ. ১৫ জুন ৯১৫

গ. ১৫ জুন ১০১৫ ঘ. ১৫ জুন ৮১৫

১৬. বাস্তিল দুর্গের পতন ঘটেছিল-

ক. ১৪ জুলাই ১৭৮৯ খ. ৫ অক্টোবর ১৭৮৮

গ. ৭ জুন ১৭৮৮ ঘ. ২৬ আগস্ট ১৭৮৮

১৭. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কত সালে সংঘটিত হয়?

ক. ১৫৪৭ খ. ১৫৫২ গ. ১৫৫৫ ঘ. ১৫৫৬

১৮. ‘Fair Fax’ কী?

ক. একটি আর্থিক গোয়েন্দা সংস্থা খ. একটি মানবাধিকার সংস্থা

গ. একটি গেরিলা সংগঠন ঘ. ইন্টারনেট ব্যবস্থা

১৯. ই-৮ কী?

ক. পৃথিবীর সবচেয়ে গরিব ৮টি দেশ খ. পরিবেশ দূষণকারী ৮টি দেশ

গ. ধনী ৮টি দেশ ঘ. শিল্পোন্নত ৮টি দেশ

২০. জাতিসংঘ সমুদ্র আইন (UN Convention on the Law of the Sea) কত সালে স্বাক্ষরিত হয়েছিল?

ক. ১৯৭৯ সালে খ. ১৯৮২ সালে

গ. ১৯৮৩ সালে ঘ. কোনোটিই নয়

উত্তর : ১খ ২গ ৩খ ৪গ ৫খ ৬খ ৭খ ৮ক ৯ক ১০ঘ ১১খ ১২ক ১৩ঘ ১৪গ ১৫ক ১৬ক ১৭ঘ ১৮ক ১৯খ ২০খ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম