Logo
Logo
×

টিউটোরিয়াল

৪৭তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি (২৯)

নৈতিকতা মূল্যবোধ ও সুশাসন

Icon

প্রকাশ: ০২ অক্টোবর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

১. নৈতিক মূল্যবোধের উৎস কোনটি?

ক. সমাজ খ. নৈতিক চেতনা

গ. রাষ্ট্র ঘ. ধর্ম

২. একজন যোগ্য প্রশাসক ও ব্যবস্থাপকের অত্যাবশ্যকীয় মৌলিক গুণাবলীর মধ্যে শ্রেষ্ঠ গুণ কোনটি?

ক. দায়িত্বশীলতা খ. নৈতিকতা

গ. দক্ষতা ঘ. সরলতা

৩. রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কাকে বলা হয়?

ক. রাজনীতি খ. বুদ্ধিজীবী সম্প্রদায়

গ. সংবাদ মাধ্যম ঘ. যুবশক্তি

৪. জনগণ, রাষ্ট্র ও প্রশাসনের সঙ্গে ঘনিষ্ঠ প্রত্যয় হলো-

ক. সুশাসন খ. আইনের শাসন

গ. রাজনীতি ঘ. মানবাধিকার

৫. সরকারি সিদ্ধান্ত প্রণয়নে কোন মূল্যবোধটি গুরুত্বপূর্ণ নয়?

ক. বিশ্বস্ততা খ. সৃজনশীলতা

গ. নিরপেক্ষতা ঘ. জবাবদিহিতা

৬. কোনটি ন্যায়পরায়ণতার নৈতিক মূলনীতি নয়?

ক. পুরস্কার ও শাস্তির ক্ষেত্রে সমতার নীতি প্রয়োগ

খ. আইনের শাসন

গ. সুশাসনের জন্য উচ্চশিক্ষিত কর্মকর্তা নিয়োগ

ঘ. অধিকার ও সুযোগের ক্ষেত্রে সমতার নিশ্চিতকরণ

৭. সরকারি চাকরিতে সততার মাপকাঠি কী?

ক. যথাসময়ে অফিসে আগমন ও অফিস ত্যাগ করা

খ. দাফতরিক কাজে কোনো অবৈধ সুবিধা গ্রহণ না করা

গ. নির্মোহ ও নিরপেক্ষভাবে অর্পিত দায়িত্ব যথাবিধি সম্পন্ন করা

ঘ. ঊর্ধ্বতন কর্তৃপক্ষের যে কোনো নির্দেশ প্রতিপালন করা

৮. আমাদের চিরন্তন মূল্যবোধ কোনটি?

ক. সত্য ও ন্যায় খ. সার্থকতা

গ. শঠতা ঘ. অসহিষ্ণুতা

৯. নৈতিক শক্তির প্রধান উপাদান কী?

ক. সততা ও নিষ্ঠা খ. কর্তব্যপরায়ণতা

গ. মায়া ও মমতা ঘ. উদারতা

১০. “সুশাসন বলতে রাষ্ট্রের সঙ্গে সুশীল সমাজের, সরকারের সঙ্গে শাসিত জনগণের, শাসকের সঙ্গে শাসিতের সম্পর্ক বোঝায়”-উক্তিটি কার?

ক. এরিস্টটল খ. জন স্টুয়ার্ট মিল

গ. ম্যাককরনী ঘ. মেকিয়াভেলি

১১. নৈতিকতাকে বলা হয় মানবজীবনের-

ক. নৈতিক শক্তি খ. নৈতিক বিধি

গ. নৈতিক আদর্শ ঘ. সবগুলোই

১২. ‘Power: A New Social Analysis’ গ্রন্থটি কার লেখা?

ক. ম্যাকিয়াভেলি খ. হবস

গ. লক ঘ. বার্ট্রান্ড রাসেল

১৩. ‘সুবর্ণ মধ্যক’ হলো-

ক. গাণিতিক মধ্যমান

খ. দুটি চরমপন্থার মধ্যবর্তী পন্থা

গ. সম্ভাব্য সবধরনের কাজের মধ্যমান

ঘ. একটি দার্শনিক সম্প্রদায়ের নাম

১৪. নৈতিক আচরণবিধি (Code of ethics) বলতে বুঝায়-

ক. মৌলিক মূল্যবোধ সংক্রান্ত সাধারণ বচন যা সংগঠনের পেশাগত ভূমিকাকে সংজ্ঞায়িত করে।

খ. বাস্তবতার নিরিখে নির্দিষ্ট আচরণের মানদণ্ড নির্ধারণ সংক্রান্ত আচরণবিধি।

গ. দৈনন্দিন কার্যকলাপ ত্বরান্বিত করণে প্রণীত নৈতিক নিয়ম, মানদণ্ড বা আচরণবিধি

ঘ. উপরের তিনটিই সঠিক

১৫. ব্যক্তিগত মূল্যবোধ লালন করে-

ক. সামাজিক মূল্যবোধকে

খ. গণতান্ত্রিক মূল্যবোধকে

গ. ব্যক্তিগত মূল্যবোধকে

ঘ. স্বাধীনতার মূল্যবোধকে

১৬. মূল্যবোধ শিক্ষার অন্যতম লক্ষ্য হচ্ছে-

ক. দুর্নীতি রোধ করা

খ. সামাজিক অবক্ষয় রোধ করা

গ. রাজনৈতিক অবক্ষয় রোধ করা

ঘ. সাংস্কৃতিক অবরোধ রক্ষণ করা

উত্তর : ১ঘ ২খ ৩গ ৪ক ৫খ ৬গ ৭গ ৮ক ৯ক ১০গ ১১ঘ ১২ঘ ১৩খ ১৪ঘ ১৫খ ১৬খ।

গ্রন্থনা : আফজাল হোসেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম