Logo
Logo
×

টিউটোরিয়াল

মনোবল দৃঢ় রাখবে

Icon

মোহাম্মদ মাহফুজুর রহমান খান

প্রকাশ: ২০ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মনোবল দৃঢ় রাখবে

অধ্যক্ষ, মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা

এইচএসসি পরীক্ষার্থী বন্ধুরা, শুভেচ্ছা নিও। আর মাত্র কয়েক দিন পরেই তোমাদের বোর্ড পরীক্ষা শুরু হতে যাচ্ছে। আশা করি তোমাদের প্রস্তুতি শেষ পর্যায়ে। তারপর শুধুই রিভিশনের পালা। নিশ্চয়ই তোমরা ভালো ফলাফল করবে এটাই আমাদের প্রত্যাশা। তোমাদের উদ্দেশ্যে আমার বিশেষ পরামর্শ, পরীক্ষা নিয়ে অহেতুক ঘাবড়াবে না। সবসময় ইতিবাচক চিন্তা করবে। তুমি তোমার সর্বোচ্চ প্রস্তুতি নিয়েছ, এটিই তোমার মনোবল। এর জোরেই তুমি সফল হবে ইনশাআল্লাহ। পরীক্ষার দিনগুলোতে শরীরের প্রতি বিশেষ যত্ন নেবে যাতে অসুস্থ হয়ে না যাও। প্রচুর বিশুদ্ধ পানি পান করবে। অযথা রোদে ঘোরাঘুরি করবে না। খুব বেশি রাত জাগবে না। তোমার বাসা থেকে পরীক্ষাকেন্দ্রের দূরত্ব বুঝে অনেকটা সময় হাতে নিয়ে বাসা থেকে বের হবে। কারণ সকালে বিশেষ করে ঢাকা শহরে প্রচণ্ড যানজট থাকে। ভালো হয় পরীক্ষার আগে একদিন তোমার কেন্দ্রটি কোথায় তা গিয়ে দেখে আসা। পরীক্ষার রুটিন তোমার পড়ার টেবিলের উপরে দেয়ালে দৃশ্যমান জায়গায় টাঙিয়ে রাখবে। তাহলে দিন-তারিখ ভুল হওয়ার কোনো আশঙ্কা থাকবে না।

পরীক্ষার হলে খাতার প্রথম পৃষ্ঠার প্রয়োজনীয় তথ্যগুলো প্রবেশপত্র দেখে সাবধানে লিখবে যাতে ভুল না হয়। সঠিক বৃত্ত ভরাট করবে। কোনো কারণে ভুল হয়ে গেলে তা গোপন না করে অবশ্যই কক্ষ পরিদর্শককে জানাবে এবং তার নির্দেশনা অনুসারে কাজ করবে। যে প্রশ্নটির উত্তর তোমার সবচেয়ে ভালো জানা, তা দিয়েই লেখা শুরু করবে। পরবর্তী নতুন প্রশ্নটি অবশ্যই পৃষ্ঠার শুরু থেকে লিখবে। একটি প্রশ্নের উত্তর অহেতুক বড় না করে সবগুলো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। তাহলে সামগ্রিক ফলাফল ভালো হবে। তোমার হাতের লেখা দুর্বল হলে প্রতিটি লাইনের মাঝে যথেষ্ট ফাঁকা রাখবে। প্রশ্নের উত্তরে পর্যাপ্ত তথ্য ও উপাত্ত এবং বিশেষ করে বিজ্ঞানে প্রয়োজনীয় চিত্র দিলে ভালো নম্বর পাওয়া যায়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম