Logo
Logo
×

টিউটোরিয়াল

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

পদার্থবিজ্ঞান

Icon

মো. বদরুল ইসলাম

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এসএসসি পরীক্ষার্থীদের পড়াশোনা

সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল তেজগাঁও, ঢাকা

ভৌত রাশি এবং পরিমাপ

[পূর্বে প্রকাশিত অংশের পর]

১২৩। ক্যালকুলাস কে আবিষ্কার করেন? উত্তর : নিউটন।

১২৪। নিউক্লিয়াস কী দ্বারা গঠিত?

উত্তর : প্রোটন ও নিউট্রন।

১২৫। কোন শতকে ইলেকট্রন আবিষ্কৃত হয়? উত্তর : বিংশ।

১২৬। দৈর্ঘ্য মাপার সবচেয়ে সরল যন্ত্র কী?

উত্তর : মিটার স্কেল

১২৭। আদর্শ ভরের সিলিন্ডারের ব্যাস ও উচ্চতা কত?

উত্তর : ব্যাস 3.9 cm উচ্চতা 3.9 cm

১২৮। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তা কে ছিলেন?

উত্তর : রজার বেকন।

১২৯। বায়ুপাম্প কে আবিষ্কার করেন? উত্তর : ভনগুয়েরিক।

১৩০। কত সালে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল দেখান যে আলো এক প্রকার চৌম্বক তরঙ্গ? উত্তর : ১৮৬৪।

১৩১। স্লাইড ক্যালিপার্সের অপর নাম কী?

উত্তর : ভার্নিয়ার ক্যালিপার্স।

১৩২। মাইক্রো বলতে 10 এর সূচক কত বোঝায়?

উত্তর : -6

১৩৩। কে প্রকৃতির ইতিহাস সম্পর্কে একটি এনসাইক্লোপিডিয়া লেখেন? উত্তর : আল-মাসুদী।

১৩৪। ‘আলো আমাদের চোখে আসে বলেই আমরা দেখতে পাই’-এই বৈজ্ঞানিক সত্যটি কে সর্বপ্রথম প্রতিষ্ঠা করেন?

উত্তর : আল্-হাজেন।

১৩৫। ‘পর্যবেক্ষণ ও পরীক্ষার মাধ্যমেই বিজ্ঞানের সব সত্য যাচাই করা উচিত’-এটি কার মত? উত্তর : রজার বেকন।

১৩৬। ‘তড়িৎ প্রবাহের চৌম্বক ধর্ম আছে’ কে প্রমাণ করেন?

উত্তর : ওয়েরস্টেড।

১৩৭। উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানী গ্রন্থে? উত্তর : আল-মাসুদী।

১৩৮। কোয়ান্টাম তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? উত্তর : ম্যাক্স প্লাঙ্ক।

১৩৯। সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণা দেন কে?

উত্তর : নিকোলাস কোপার্নিকাস।

১৪০। পরীক্ষণ নির্ভর বিজ্ঞানী কে? উত্তর : গ্যালিলিও।

১৪১। ফাঁপা নলের অন্তঃব্যাস মাপা যায় কোন যন্ত্রের সাহায্যে? উত্তর : স্লাইড ক্যালিপার্স

১৪২। নিউটনের মতে কিসের শুরু বা শেষ নাই? উত্তর : স্থান।

১৪৩। প্লাংকের বিকিরণ সূত্রে বিকল্প প্রতিপাদন কে উপস্থাপন করেন? উত্তর : সত্যেন্দ্রনাথ বসু

১৪৪। সৌরকেন্দ্রিক তত্ত্বের ধারণার গাণিতিক বর্ণনা দেন কে? উত্তর : কেপলার।

১৪৫। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে কোন বিজ্ঞানীর হাতে? উত্তর : গ্যালিলিও।

১৪৬। কে রমন প্রভাব আবিষ্কার করেন?

উত্তর : চন্দ্রশেখর রমন

১৪৭। হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রন স্তরের ধারণা দেন কে? উত্তর : নীলস বোর।

পৌরনীতি ও নাগরিকতা

দেওয়ান সামছুর রহমান

সিনিয়র শিক্ষক, গোয়ালপাড়া হাইস্কুল

সোনারগাঁ

পৌরনীতি ও নাগরিকতা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

২৪। সন্তান জন্মদান, লালন পালন পরিবারের কী ধরনের কাজ?

ক) জৈবিক কাজ খ) অর্থনৈতিক কাজ

গ) শিক্ষামূলক কাজ ঘ) রাজনৈতিক কাজ

২৫। শিশুর জীবনের প্রথম পাঠশালা কোনটি?

ক) প্রাথমিক বিদ্যালয় খ) কিন্ডারগার্টেন

গ) পরিবার ঘ) খেলারমাঠ

২৬। পরিবারের অভিভাবকের ভূমিকা পালন করেন কে?

i) মা-বাবা ii) নানা-নানী iii) বড় ভাইবোন

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও ii গ) i ও iii ঘ) ii ও iii

২৭। সমাজের সংজ্ঞা বিশ্লেষণ করলে কয়টি বৈশিষ্ট্য লক্ষ করা যায়?

ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি

২৮। যে সমাজে বাস করে না, সে হয় পশু, না হয় দেবতা’-কার উক্তি?

ক) টলস্টয় খ) জন লক গ) অ্যারিস্টটল ঘ) সক্রেটিস

২৯। কোনটি একটি রাজনৈতিক প্রতিষ্ঠান?

ক) রাষ্ট্র খ) সমাজ গ) পরিবার ঘ) বিদ্যালয়

৩০। পৃথিবীতে ছোট বড় মিলিয়ে কয়টি রাষ্ট্র রয়েছে?

ক) প্রায় ১০০টি খ) প্রায় ১৫০টি

গ) প্রায় ২০০টি ঘ) প্রায় ২৫০টি

৩১। অধ্যাপক গার্নারের সংজ্ঞা বিশ্লেষণ করলে রাষ্ট্রের কয়টি উপাদান পাওয়া যায়?

ক) একটি খ) দুটি গ) তিনটি ঘ) চারটি

৩২। কোনটি রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান?

i) জনসমষ্টি ii) খনিজসম্পদ iii) সার্বভৌমত্ব

নিচের কোনটি সঠিক?

ক) i খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii

৩৩। ভারতের জনসংখ্যা কত?

ক) ১১১ কোটি খ) ১২১ কোটি

গ) ১৩১ কোটি ঘ) ১৫১ কোটি

৩৪। বাংলাদেশ ও ভারতের মধ্যে স্থল সীমানা চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

ক) ২০১০ খ) ২০১২ গ) ২০১৫ ঘ) ২০১৭

৩৫। বাংলাদেশের চেয়ে রাষ্ট্রের আয়তন বড় কোনটির?

i) গণচীন ii) ভারত iii) কানাডা

নিচের কোনটি সঠিক?

ক) i খ) ii গ) i ও ii ঘ) i, ii ও iii

৩৬। কয়টি বিভাগ নিয়ে সরকার গঠিত হয়?

ক) দুটি খ) তিনটি গ) চারটি ঘ) পাঁচটি

৩৭। বাংলাদেশে কী ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত?

ক) সংসদীয় সরকার খ) রাষ্ট্রপতিশাসিত সরকার

গ) একনায়কতান্ত্রিক সরকার গ) রাজতান্ত্রিক সরকার

উত্তর : ২৪.ক ২৫.গ ২৬.গ ২৭.খ ২৮.গ ২৯.ক ৩০.গ ৩১.ঘ ৩২.গ ৩৩.খ ৩৪.গ ৩৫.ঘ ৩৬.খ ৩৭.ক।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম