Logo
Logo
×

টিউটোরিয়াল

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

Icon

মো. নূরুল আমিন

প্রকাশ: ২৪ আগস্ট ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পঞ্চম শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয়

প্রধান শিক্ষক, চিড়িয়াখানা-বোটানিক্যাল গার্ডেন উচ্চ বিদ্যালয়, মিরপুর, ঢাকা

জনসংখ্যা

প্রশ্ন : শ্রমশক্তি রফতানির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি?

উত্তর : একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম শর্ত হলো দক্ষ জনশক্তি। দক্ষ জনশক্তির মাধ্যমেই মূলধন ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার করা সম্ভব। আমাদের মূলধন কম থাকতে পারে কিন্তু আমাদের পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক ও মানবসম্পদ রয়েছে।

বিশাল জনগোষ্ঠী দেশের বোঝাস্বরূপ। বিশাল জনগোষ্ঠী দেশের নানা উন্নয়ন কর্মসূচিকে বাধাগ্রস্ত করে। কিন্তু প্রশিক্ষণের মাধ্যমে এ জনগোষ্ঠীকে যদি দক্ষ করে তোলা যায় তাহলে তা বোঝা না হয়ে দেশের সম্পদে পরিণত হতে পারে।

তুলনামূলক দক্ষ জনসম্পদ রফতানির মাধ্যমে আমাদের প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করার সুযোগ আছে। বিদেশে কর্মরত আছেন আমাদের দেশের নানা পেশার মানুষ। তাদের উপার্জিত অর্থ পরিবারের আর্থিক চাহিদা পূরণ করে দেশের অর্থনীতিকে করেছে সমৃদ্ধ।

প্রবাসীদের পরিবার প্রেরিত অর্থ দিয়ে তাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করে ভালো থাকতে পেরেছে।

প্রবাসীদের প্রেরিত অর্থ থেকে প্রাপ্ত রেমিট্যান্স জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদান রাখছে। ফলে জনসম্পদ বিদেশে রফতানির মাধ্যমে পরিবার ও জাতি উপকৃত হয়েছে।

দক্ষ জনসম্পদ পৃথিবীর বিভিন্ন দেশে সততা ও দক্ষতার সঙ্গে কাজ করার ফলে বহির্বিশ্বে বাংলাদেশের সুনাম ও চাহিদা বাড়ছে। বিদেশের মাটিতে রোজগারের একটি শক্ত ভিত তৈরি করতে পেরেছে।

সুতরাং শ্রমশক্তি রফতানির মাধ্যমে একদিকে প্রতিটি পরিবার অন্যদিকে জাতির উপকার হচ্ছে। পাশাপাশি তাদের কর্মক্ষেত্রে যোগ্যতা, দক্ষতা ও চাহিদা বাড়ছে।

ুপ্রশ্ন : কারিগরি প্রশিক্ষণ বৃদ্ধির মাধ্যমে আমরা কীভাবে উপকৃত হতে পারি?

উত্তর : বাংলাদেশ স্বল্প আয়ের স্বল্পোন্নত একটি দেশ। দারিদ্র্যে নিমজ্জিত এদেশের সবার উচ্চশিক্ষা গ্রহণের মতো আর্থিক সুযোগ নেই। তাই তাদের উন্নয়নের জন্য চাই গতানুগতিক উচ্চশিক্ষা নয় বরং নানা রকম বৃত্তিমূলক শিক্ষা, কারিগরি জ্ঞান, সরকারি সহায়তায় বৃত্তিমূলক প্রশিক্ষণ কর্মসূচির ব্যবস্থা করে এ শ্রমিকদের দক্ষ শ্রমশক্তিতে রূপান্তরিত করা যায়।

কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের বিভিন্ন কাজের প্রশিক্ষণ দেওয়া যাতে তারা নতুন কোনো শিল্পের বিকাশে সহায়তা করতে পারে, যেমন যন্ত্রপাতি শিল্প।

প্রতিটি শ্রেণিতে গতানুগতিক বিষয়ের সঙ্গে একটি করে কারিগরি প্রশিক্ষণ থাকলে আর্থিক দৈন্যতায় শিক্ষা থেকে ঝরে পড়লেও কারিগরি প্রশিক্ষণ থাকার ফলে তার উপার্জনের একটি পথ থাকে।

উচ্চশিক্ষিত বেকার যুবসমাজ হতাশাগ্রস্ত না হয়ে আত্মনির্ভরশীল হতে পারবে তার কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে।

সমাজের কর্মসংস্থান বাড়বে। ব্যক্তি, পরিবার, সমাজ তথা রাষ্ট্র অর্থনৈতিক সমৃদ্ধির দিকে।

আধুনিক প্রযুক্তি সফলভাবে মোকাবিলার জন্য কারিগরি প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।

জলবায়ু ও দুর্যোগ

প্রশ্ন : দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ উল্লেখ কর।

উত্তর : দুর্যোগের দুটি প্রাকৃতিক কারণ হলো-

* জলবায়ু পরিবর্তন * ভূমিকম্প বা আগ্নেয়গিরি

প্রশ্ন : দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ উল্লেখ কর।

উত্তর : দুর্যোগের দুটি মানবসৃষ্ট কারণ হলো-

* মানবসৃষ্ট দূষণ, যেমন- শিল্প কলকারখানা এবং যানবাহনের ধোঁয়া।

* বন-বাদাড়, গাছপালা উজাড় করা।

প্রশ্ন : বাংলাদেশের জলবায়ু পরিবর্তনের তিনটি কারণ উল্লেখ কর।

উত্তর : অন্যতম কারণ হলো মানবসৃষ্ট দূষণ। যেমন : শিল্প করখানা এবং যানবাহনের দূষণ। ফলে বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে ও জলবায়ুর পরিবর্তন হচ্ছে।

* বন-জঙ্গল কেটে সাফ করলে এবং গাছপালা কেটে ফেললে জীববৈচিত্র্য ধ্বংস হয় ও জলবায়ুর পরিবর্তন হয়।

* নদীশাসনের ফলে নদী ধ্বংস হওয়া, জলাধার ভরাট করা ইত্যাদি কারণে প্রকৃতির ক্ষতি হয় ও জলবায়ুর পরিবর্তন হয়।

সুতরাং, প্রাকৃতিক কারণ ছাড়াও পরিবেশবিরোধী মানুষের নানা কর্মকাণ্ডই জলবায়ু পরিবর্তনের মূল কারণ।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম