Logo
Logo
×

টিউটোরিয়াল

এইচএসসি পরীক্ষা ২০২৩ : পদার্থবিজ্ঞান প্রথমপত্র

Icon

সাইফুল মজুমদার

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৩, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

এইচএসসি পরীক্ষা ২০২৩ : পদার্থবিজ্ঞান প্রথমপত্র

প্রভাষক, কেএফটি কলেজিয়েট স্কুল, চাঁদপুর

নিউটনীয় বলবিদ্যা

১। বলবিদ্যা কি?

উত্তর : বলবিদ্যা হচ্ছে বিজ্ঞানের এমন একটি শাখা যা বস্তুর আচরণ, প্রয়োগে বস্তুর পরিবর্তিত ধর্ম নিয়ে আলোচনা করে।

২। কোনো বস্তুর ত্বরণ কোনটির সমানুপাতিক?

উত্তর : কোনো বস্তুর ত্বরণ বস্তুর ওপর প্রযুক্ত নিট বলের সমানুপাতিক।

৩। নিউক্লিয় বল কি ধরনের বল?

উত্তর : অস্পর্র্শ বল।

৪। বল কাকে বলে?

উত্তর : যে বাহ্যিক প্রভাব কোনো স্থির বস্তুর ওপর ক্রিয়া করে স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায় অথবা গতিশীল বস্তুর ওপর ক্রিয়া করে গতিশীল বস্তুর অবস্থান পরিবর্তন করে বা করতে চায় সেই বাহ্যিক প্রভাবকে বল বলে।

৫। কীরূপ গতিবেগের জন্য নিউটনের গতিসূত্রগুলো প্রযোজ্য নয়?

উত্তর : অতি উচ্চমানের (আলোর বেগের কাছাকাছি) বেগগুলোর জন্য নিউটনের গতির সূত্রগুলো প্রযোজ্য নয়।

৬। মৌলিক বল কত প্রকার?

উত্তর : মৌলিক বল চার প্রকার।

৭। মৌলিক বল কাকে বলে?

উত্তর : যেসব বল মূল বা অকৃত্রিম অর্থাৎ অন্য কোনো বল থেকে উৎপন্ন হয় না বরং অন্যান্য বল কোনো না কোনোভাবে এসব বলের প্রকাশ - তাকে মৌলিক বল বলে।

৮। স্পর্শ বল কাকে বলে?

উত্তর : যে বল সৃষ্টির জন্য দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শের প্রয়োজন হয় তাকে স্পর্শ বল বলে।

৯। অস্পর্শ বল কাকে বলে?

উত্তর : দুটি বস্তুর প্রত্যক্ষ সংস্পর্শ ছাড়াই যে বল ক্রিয়া করে তাকে অস্পর্শ বল বলে।

১০। বল কোনো বস্তুকে বিকৃত করতে পারে কি?

উত্তর : বিকৃত করতে পারে।

১১। কোনো বল একটি বস্তুতে কি সৃষ্টি করতে পারে?

উত্তর : ত্বরণ।

১২। বলের একক কি?

উত্তর : নিউটন।

১৩। মহাকর্ষ বল কাকে বলে?

উত্তর : মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু কণার মধ্যবর্তী আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে।

১৪। পৃথিবী এবং সূর্যের মধ্যে আকর্ষণ কোন ধরনের বল?

উত্তর : মহাকর্ষ বল।

১৫। মহাকর্ষ সূত্রটি সর্বজনীন সূত্র - ব্যাখ্যা কর।

উত্তর : নিউটনের মহাকর্ষ সূত্রটি পার্থিব ক্ষুদ্র দূরত্ব এবং মহাকাশের দুস্তর নাক্ষত্রিক দূরত্বের ক্ষেত্রে সমভাবে প্রযোজ্য। এ কারণে এটি একটি সর্বজনীন সূত্র।

১৬। এক নিউটন বল কাকে বলে?

উত্তর : ১শম ভরের বস্তুর ওপর যে বল ক্রিয়া করে ১ ত্বরণ সৃষ্টি করতে পারে তাকে ১ঘ বল বলে।

১৭। সাম্য বল কাকে বলে?

উত্তর : বল প্রয়োগ করার পর যদি কোনো বস্তুর ত্বরণ তথা লব্ধি শূন্য হয় তাকে সাম্য বল বলে।

১৮। অসাম্য বল কাকে বলে?

উত্তর : বল প্রয়োগ করার পর যদি কোনো বস্তুর ত্বরণ শূন্য না হয় তবে তাকে অসাম্য বল বলে।

১৯। তড়িৎ চৌম্বক বল কাকে বলে?

উত্তর : দুটি আহিত কণা তাদের আধানের কারণে একে অপরের ওপর যে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে তাকে তড়িৎ চৌম্বক বল বলে।

২০। মাধ্যাকর্ষণ বল কি ধরনের বল?

উত্তর : অস্পর্শ বল।

২১। সবল নিউক্লীয় বল কাকে বলে?

উত্তর : পরমাণুর নিউক্লিয়াসে নিউক্লীয় উপাদানগুলোকে একত্রে আবদ্ধ রাখে যে শক্তিশালী বল - তাকে সবল নিউক্লীয় বল বলে।

২২। নিউক্লিয়াসে কি ধরনের বল কাজ করে?

উত্তর : সবল নিউক্লীয় বল।

২৩। সবল নিউক্লীয় বল কি ধরনের?

উত্তর : আকর্ষণধর্মী ও চার্জ নিরপেক্ষ।

২৪। কোন বল খুব স্বল্প পাল­ার?

উত্তর : সবল নিউক্লীয় বল।

২৫। সাম্য বলগুলোর লব্ধি কত?

উত্তর : শূন্য।

২৬। কোন বলের প্রভাবে গ্রহগুলো সূর্যের চারদিকে ঘুরছে?

উত্তর : মহাকর্ষ বল।

২৭। কোন বল নিউক্লীয়নগুলোকে একত্রে আবদ্ধ রাখে?

উত্তর : সবল নিউক্লীয় বল।

২৮। নিউক্লিয়াসের স্থায়িত্বের জন্য কোন বল দায়ী?

উত্তর : সবল নিউক্লীয় বল।

২৯। মহাকর্ষ সূত্রে বলের প্রকৃতি কীরূপ হয়?

উত্তর : মহাকর্ষ সূত্রে বলের প্রকৃতি আকর্ষণমূলক হয়।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম