এসএসসি পরীক্ষা ২০২৩ : পদার্থবিজ্ঞান
মো. বদরুল ইসলাম
প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সিনিয়র শিক্ষক, গভর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, তেজগাঁও, ঢাকা
তরঙ্গ ও শব্দ
[পূর্বে প্রকাশিত অংশের পর]
৯৬। 20˚ সেলসিয়াস তাপমাত্রায় লোহায় শব্দের বেগ কত?
উত্তর : 5130 মি/সে
৯৭। কোন ধরনের বায়ুতে শব্দের বেগ বেশি?
উত্তর : ভেজা বায়ু।
৯৮। বস্তুর কোনটি ব্যতীত শব্দ উৎপন্ন হয় না?
উত্তর : কম্পন।
৯৯। শব্দোত্তর তরঙ্গের কম্পাঙ্ক কত? উত্তর : 20,000 Hz
১০০। সমুদ্রের গভীরতা নির্ণয়ের জন্য কোনটি ব্যবহৃত হয়?
উত্তর : SONAR
১০১। কোন শব্দ মেজাজ খিটখিটে করে?
উত্তর : অবিরাম শব্দ।
১০২। শব্দদূষণ কমানোর জন্য কী করতে হবে?
উত্তর : লোকালয় থেকে দূরে কারখানা স্থাপন করতে হবে?
১০৩। হঠাৎ তীব্র শব্দ কী করতে পারে?
উত্তর : শ্রবণশক্তি নষ্ট করে দিতে পারে।
১০৪। শব্দ সহনশীলতার মাত্রা ছাড়িয়ে গেলে তাকে কী বলে? উত্তর : শব্দদূষণ।
১০৫। কোনটির কম্পনে গলা থেকে শব্দ বের হয়?
উত্তর : ভোকাল কর্ড।
১০৬। মানুষের গলার স্বরযন্ত্রে কয়টি পর্দা থাকে?
উত্তর : ২টি।
১০৭। কম্পাঙ্ক কমলে তীক্ষ্ণতার কিরূপ পরিবর্তন ঘটে?
উত্তর : কমে।
১০৮। বিস্তারের অভিমুখে একক ক্ষেত্রফলের মধ্য দিয়ে প্রবাহিত শব্দকে কী বলে? উত্তর : তীব্রতা।
১০৯। তীক্ষ্ণতার অপর নাম কী? উত্তর : পিচ।
১১০। শব্দের তীব্রতার একক কী? উত্তর : Wm¯²
১১১। শব্দ কতটা জোড়ে হচ্ছে তা কী থেকে বুঝা যায়?
উত্তর : তীব্রতা।
১১২। সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য কয়টি? উত্তর : ৩টি।
১১৩। কোন শব্দ উৎসের নিয়মিত ও পর্যাবৃত্ত কম্পনের ফলে উৎপন্ন হয়? উত্তর : সুরযুক্ত শব্দ।
১১৪। শ্রুতিমধুর শব্দ কী? উত্তর : সুরযুক্ত শব্দ।
১১৫। শব্দের কম্পনের সীমা কত?
উত্তর : 1 Hz - 20 Hz
১১৬। বজ্রপাতের সময় আলোর ঝলক দেখার বেশ কিছু সময় পর মেঘের গর্জন শোনা যায় কেন?
উত্তর : শব্দের বেগ আলোর বেগের চেয়ে কম।
১১৭। আল্ট্রাসনোগ্রাফিতে শব্দকে কোন শক্তিতে রূপান্তর করা হয়? উত্তর : আলোক শক্তিতে।
১১৮। কাপড়ের ময়লা পরিষ্কারের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? উত্তর : ওয়াশিং মেশিন।
১১৯। বেতার তরঙ্গ কিরূপ তরঙ্গ? উত্তর : অনুপ্রস্থ তরঙ্গ।
১২০। গতির যে কোনো মুহূর্তের অবস্থাকে কী বলে?
উত্তর : দশা।
আলোর প্রতিফলন
১। চোখের কোথায় বস্তুর প্রতিবিম্ব গঠিত হয়?
উত্তর : রেটিনায়।
২। আলো কোন ধরনের তরঙ্গ?
উত্তর : তড়িৎ চৌম্বক তরঙ্গ।
৩। শূন্যস্থানে আলোর বেগ কত? উত্তর : 3 x 10ms¯¹
৪। কিসের ক্ষেত্রে সমবর্তন ঘটে? উত্তর : আলোর।
৫। কিসের ক্ষেত্রে অপবর্তন ঘটে? উত্তর : আলোর।
৬। যেসব বস্তু নিজে থেকে আলোর নিঃসরণ করে তাদেরকে কী বলে? উত্তর : দীপ্তিমান বস্তু।
৭। যেসব বস্তু নিজে আলো নিঃসরণ করতে পারে না তাদেরকে কী বলে? উত্তর : দীপ্তিহীন বস্তু।
৮। অমসৃণ প্রতিফলকে আলোর প্রতিফলন কীরূপ হয়?
উত্তর : ব্যাপ্ত প্রতিফলন।
৯। আলোর প্রতিফলনের সূত্র কয়টি? উত্তর : দুটি।
১০। যখন আলো কোনো পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয় তখন তা কোন সূত্র মেনে চলে? উত্তর : প্রতিফলনের।
১১। কোনো পৃষ্ঠ থেকে আলো কীভাবে প্রতিফলিত হবে তা কীসের ওপর নির্ভর করে?
উত্তর : প্রতিফলক পৃষ্ঠের প্রকৃতির ওপর।
১২। আলো কোন মাধ্যমে সরলপথে গমন করে?
উত্তর : স্বচ্ছ ও সমসত্ত্ব।
১৩। আলোক বাধাপ্রাপ্ত হয়ে প্রথম মাধ্যমে ফিরে আসার ঘটনা কোনটি? উত্তর : প্রতিফলন।
১৪। কি ঘটনার জন্য আমাদের চারপাশের বস্তু অনুজ্জ্বল দেখায়? উত্তর : ব্যাপ্ত প্রতিফলন।
১৫। যে মসৃণ তলে আলোর নিয়মিত প্রতিফলন ঘটে তাকে কী বলে? উত্তর : দর্পণ।
১৬। দর্পণে কোনটি ঘটে? উত্তর : প্রতিফলন।
১৭। দর্পণ প্রধানত কত প্রকার? উত্তর : দুই।
১৮। একটি গোলীয় দর্পণের ফোকাস দূরত্ব 30cm। এর বক্রতার ব্যাসার্ধ কত? উত্তর : 60cm
১৯। গোলীয় দর্পণের ফোকাসের মধ্য দিয়ে প্রধান অক্ষের সঙ্গে লম্বভাবে যে সমতল কল্পনা করা হয় তাকে কী বলে?
উত্তর : ফোকাস তল।
২০। উত্তল দর্পণের বক্রতার ব্যাসার্ধ 14 সেমি. হলে ফোকাস দূরত্ব কত? উত্তর : 7 সে.মি.।
২১। দর্পণে আলোর প্রতিফলনের ফলে দর্পণের সামনে স্থাপিত বস্তুর কী গঠিত হয়? উত্তর : একটি স্পষ্ট প্রতিবিম্ব।
২২। একটি মসৃণ তলে প্রতিফলক আস্তরণ দিয়ে কী প্রস্তুত করা হয়? উত্তর : দর্পণ।
২৩। সাধারণত কাচের একপৃষ্ঠে ধাতুর প্রলেপ লাগিয়ে কী তৈরি করা হয়? উত্তর : দর্পণ।
২৪। আমরা সচরাচর যে দর্পণ বা আয়না ব্যবহার করে থাকি সেটি আসলে কী? উত্তর : সমতল দর্পণ।
২৫। একটি কাচের ফাপা গোলকের খানিকটা অংশ কেটে নিয়ে যদি তার এক পৃষ্ঠে পারদ লাগানো হয়, তবে তাতে কী তৈরি হয়? উত্তর : গোলীয় দর্পণ।
২৬। যদি গোলীয় দর্পণের অবতল পৃষ্ঠ থেকে আলোর নিয়মিত প্রতিফলন সংঘটিত হয় তবে সে দর্পণকে কী বলে?
উত্তর : সমতল দর্পণ।
২৭। অভিসারী দর্পণ কোন ধরনের? উত্তর : অবতল দর্পণ
২৮। সাধারণত আয়নার পেছনে কোন ধাতুর প্রলেপ দেওয়া থাকে? উত্তর : রুপার।
২৯। সিলভারিং কী? উত্তর : কাচের উপর ধাতুর প্রলেপ।