Logo
Logo
×

দশ দিগন্ত

টর্নেডোয় লন্ডভন্ড যুক্তরাষ্ট্রে নিহত ৭

Icon

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

শক্তিশালী ঝড় ও টর্নেডোর আঘাতে লন্ডভন্ড হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি অঙ্গরাজ্য। নিহত হয়েছেন অন্তত ৭ জন। আবহাওয়াবিদরা বলছেন, টর্নেডোর আশঙ্কা এখনো কাটেনি। বেশ কয়েকটি অঙ্গরাজ্য টানা ভারি বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলেও সতর্কবার্তা জারি করা হয়েছে। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের মধ্যাঞ্চলে একাধিক টর্নেডো আঘাত হানে। ঝড় ও টর্নেডোর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আরকানসাস, মিসৌরি ও টেনেসি অঙ্গরাজ্যে। বেশ কয়েকজনের প্রাণহানি হয়েছে বলে জানা গেছে। আহত হয়েছেন বহু মানুষ। এখনো নিখোঁজ আছেন অনেকে। ওকলাহোমা থেকে ইন্ডিয়ানা পর্যন্ত বিস্তৃত ঝড়ে বহু বাড়িঘর ধসে পড়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন স্থাপনা।

বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন অঙ্গরাজ্যগুলোর লাখ লাখ বাসিন্দা। এদিকে ঝড়ের আশঙ্কা এখনো শেষ হয়নি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া দফতর। আরও এক দফা টর্নেডো আঘাত হানতে পারে আরকানসাস, টেনেসি ও মিসিসিপিতে। এই অঞ্চলে শনিবার পর্যন্ত প্রবল ঝড়বৃষ্টি ও বজ ঝড়ের আশঙ্কা রয়েছে। টানা ভারি বৃষ্টির কারণে আরকানসাস, মিসৌরি, টেনেসি ও মিসিসিপি অঙ্গরাজ্য ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম