
প্রিন্ট: ১৮ এপ্রিল ২০২৫, ০২:৩৫ এএম

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আরও পড়ুন
চীনে স্বেচ্ছায় মরণোত্তর অঙ্গদান করতে ৭০ লাখের বেশি মানুষ নিবন্ধন করেছেন। দেশটিতে এ পর্যন্ত ৫৮ হাজার মরণোত্তর অঙ্গ প্রতিস্থাপন সার্জারি, ৬৩ হাজারেরও বেশি দেহদান এবং ১ লাখ ১০ হাজারের বেশি কর্নিয়া দান করা হয়েছে। এই দানের মাধ্যমে জীবন ফিরে পেয়েছেন ১ লাখ ৭০ হাজার মানুষ। ১ লাখের বেশি মানুষের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। চায়না অর্গান ডোনেশন অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টারের তথ্য অনুযায়ী, চলতি বছরের ৩০ মার্চ পর্যন্ত চীনে ৬০ লাখেরও বেশি মানুষ স্বেচ্ছায় দেহ ও অঙ্গদানের জন্য নিবন্ধিত হয়েছেন। আর ৫১ হাজার ৭৭৬টি মরণোত্তর অঙ্গদান সম্পন্ন হয়েছে। এ পর্যন্ত ১ লাখ ৫৯ হাজার ১১৫ টিরও বেশি মানব অঙ্গ দান করা হয়েছে। প্রতিবছর প্রয়াতদের স্মরণে একটি অনুষ্ঠান আয়োজিত হয় চীনে।