Logo
Logo
×

দশ দিগন্ত

মার্কিন রণতরীতে পালটা হামলা

ইয়েমেনে নিহত বেড়ে ৫৩

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মার্কির রণতরীতে পালটা আক্রমণ চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এক সংবাদ সম্মেলনে সশস্ত্র গোষ্ঠীটির মুখপাত্র ইয়াহিয়া সারে বিষয়টি নিশ্চিত করেছে। প্রকাশিত বিবৃতিতে জানা গেছে- মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস হ্যারি ট্রুম্যানকে লক্ষ্য করে ছোড়া হয়েছে ১৮টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন। গত ২৪ ঘণ্টায় (সোমবার পর্যন্ত) দুইবার হুতি বিদ্রোহীদের হামলার শিকার হয়েছে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজটি। হামলার মুখে জাহাজটি ইয়েমেনের জলসীমা থেকে সরে যেতে বাধ্য হয়েছে বলেও দাবি করেছে এই হুতি বিদ্রোহী। এএফপি, আল-জাজিরা।

রণতরিতে হুতি হামলার বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি যুক্তরাষ্ট্র। নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা জানান, শনিবার-রোববার মধ্যরাত থেকে শুরু করে প্রায় ১২ ঘণ্টা হুতিরা ১১টি ড্রোন এবং কমপক্ষে একটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এরমধ্যে দশটি ড্রোনকে ইউএস এয়ারফোর্স ফাইটার জেট দ্বারা আটকানো হয়। আরও একটি ড্রোন নৌবাহিনীর এফ/এ-১৮ ফাইটার জেট দ্বারা ভূপাতিত করা হয়। এর আগে গত শনিবার রাতে ইয়েমেনে ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র। ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকেই ইয়েমেনের বেশ কয়েকটি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে নারী ও শিশুসহ অন্তত ৫৩ জন নিহত হয়েছে। হুতি বিদ্রোহীদের দ্বারা পরিচালিত সংবাদমাধ্যম আল মাসাইরাহ জানিয়েছে, ইয়েমেনের উত্তরাঞ্চলীয় প্রদেশ আল-জওফে সাঁড়াশি অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের সেনারা। মাসাইরাহর তথ্য অনুযায়ী, আল হাজম শহরে সরকারি ভবনে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর আগে, হোদেইদা বন্দরে দুটি হামলার কথা জানিয়েছিল সংবাদমাধ্যমটি। ইয়েমেনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবা বলছে, হুতিদের কাছে জব্দ থাকা ইসরাইলি জাহাজ গ্যালাক্সি লিডারের কমান্ড পোস্টকে টার্গেট করেই চালানো হচ্ছে বেশিরভাগ হামলা। সাবার তথ্যমতে, এখন পর্যন্ত কমান্ড পোস্টটিকে লক্ষ্য করে দুই দফা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ২০২৩ সালের নভেম্বরে লোহিতসাগর থেকে ২৫ জন ক্রুসহ জাহাজটি হাইজ্যাক করে হুতি বিদ্রোহীরা। হুতিদের কাছে দীর্ঘ ৪৩০ দিন জিম্মি ছিলেন ওই ২৫ ক্রু। গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর তাদের মুক্তি দেয় হুতি বিদ্রোহীরা। কিন্তু জাহাজটি হোদেইদা বন্দরেই রয়ে গেছে। ২০১৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরাইলি আগ্রাসন শুরুর পর থেকেই ফিলিস্তিনিদের সঙ্গে সংহতি প্রকাশ করে বেশ সরব প্রতিবাদ জানিয়ে আসছে হুতিরা।

মার্কিন হামলা অব্যাহত থাকবে : মার্কিন সামরিক বাহিনী সোমবার এক্স একটি ভিডিওতে বলেছে ‘বাহিনী ইরান-সমর্থিত হুথি সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে...’। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হুতিদের সতর্ক করে বলেন- যদি যুক্তরাষ্ট্রের জাহাজ ও ড্রোন লক্ষ্য করে হামলা বন্ধ না করা হয়, তাহলে তাদের অভিযানও অব্যাহত থাকবে। এই অভিযান মূলত সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানপন্থি হুতিদের প্রতিহত করার জন্য বলে জানান তিনি। তবে, হুতিদের ওপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছে রাশিয়া। আর উভয় পক্ষকেই সংঘাত পরিহার করতে বলেছে জাতিসংঘ।

ইয়েমেনের প্রশংসায় খামেনি : যুক্তরাষ্ট্রের মারাত্মক হামলার পর ইয়েমেনের প্রতি সংহতি প্রকাশ করেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। এমনকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার প্রশংসাও করেছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স পোস্টে এক বিবৃতিতে তিনি লিখেছেন, ‘ইয়েমেন জাতি অবশ্যই বিজয়ী। একমাত্র পথ হলো প্রতিরোধ। মুসলিম দেশগুলো যে দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে তা আজ যুক্তরাষ্ট্র এবং তার মিত্রদের আতঙ্কিত করে তুলেছে’।

যুক্তরাষ্ট্রের হামলায় ধ্বংস ইয়েমেনের ক্যানসার স্থাপনা : যুক্তরাষ্ট্রের হামলায় ইয়েমেনে হতাহতের ঘটনাসহ হয়েছে একাধিক ক্ষয়ক্ষতি। সরকারি সাবা সংবাদ সংস্থা জানিয়েছে, রোববার সাদা শহরে নির্মিত একটি ক্যানসার কেন্দ্রে বেশ কয়েকটি বিমান হামলা চালানো হয়েছে।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম