Logo
Logo
×

দশ দিগন্ত

ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাবে ৩৫ দেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ইউক্রেনে শান্তিরক্ষী পাঠাতে একমত হয়েছে ইউরোপের ৩৫ দেশ। রাশিয়া-ইউক্রেন যুদ্ধবিরতি ইস্যুতে লন্ডনের ওই উচ্চ-স্তরের ভার্চুয়াল সম্মেলনে সে কথাই হয়েছে বিশ্বনেতাদের। সোমবার টেলিগ্রাফের এক খবরে বলা হয়েছে, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার নিজেই ইউক্রেনে শান্তিরক্ষী বাহিনী সেনা পাঠানোর পরিকল্পনা উপস্থাপন করেছেন। প্রস্তাবিত শান্তিরক্ষা দলে প্রায় ১০ হাজার সেনা থাকার কথা জানিয়েছেন তিনি। এ মিশনে অস্ত্র, রসদ এবং গোয়েন্দা সহায়তা সরবরাহ করতে সম্মত হয়েছে ৩৫ দেশ। ২৯ জন আন্তর্জাতিক নেতার অংশগ্রহণে শনিবার অনুষ্ঠিত সম্মেলনেই এমন সিদ্ধান্তে আসে দেশগুলো।

ইউক্রেনের সংবাদমাধ্যম দ্য কিয়েভ ইন্ডিপেনডেন্ট জানিয়েছে-সেদিনের বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে স্টারমার বলেন, কয়েক ডজন অংশীদার দেশ শান্তিরক্ষী বাহিনী মোতায়েনের ধারণাকে সমর্থন করেছে। চলতি মাসের শুরু থেকেই ইউক্রেনকে সহায়তায় সরব যুক্তরাজ্য। প্রথমে ফ্রান্সের সঙ্গে জোটের পরিকল্পনা ঘোষণা করেন স্টারমার। যার লক্ষ্য সম্ভাব্য মার্কিন সহায়তা কমানোর উদ্বেগের মধ্যে ইউক্রেনের জন্য সামরিক সহায়তা অব্যাহত রাখতে ইচ্ছুক দেশগুলোকে একত্রিত করা। অবশেষে ‘ইচ্ছুক জোটে’র সমর্থনেই এগোচ্ছে স্টারমারের পরিকল্পনা। স্টারমার বলেন, ইউক্রেন এখনও একটি যুদ্ধক্ষেত্র। ‘ইচ্ছুকদের জোট’ পরিকল্পনা ‘অপারেশনাল পর্যায়ে’ প্রবেশ করছে, যখন সামরিক কমান্ডাররা মোতায়েনের রসদ তৈরি করছে।’ ইউরোপীয় দেশগুলো ছাড়াও, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড এই আহ্বানে সাড়া দিয়েছে।

যোগ দিয়েছেন ন্যাটো মহাসচিব মার্ক রুটও। তবে ফ্রান্স এবং যুক্তরাজ্য ইউক্রেনে সেনা পাঠানোর বিষয়ে সবচেয়ে বেশি সোচ্চার থাকলেও ইতালি এবং ফিনল্যান্ডসহ কিছু দেশ আপত্তি প্রকাশ করেছে। ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ইউক্রেনের প্রতি সমর্থন প্রকাশ করেছেন।

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম