Logo
Logo
×

দশ দিগন্ত

ট্রাম্প-পুতিনের ফোনালাপ আজ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। আজই হবে এই ফোনালাপ। সোমবার ফ্লোরিডা থেকে ওয়াশিংটন এলাকায় ফেরার সময় এয়ারফোর্স ওয়ান বিমানে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেছেন, ‘আমি মঙ্গলবার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথা বলব।’

ট্রাম্প বলেছেন, আমাদের এই আলাপের মূল লক্ষ্য থাকবে ইউক্রেনে যুদ্ধের অবসানের জন্য একটি কার্যকর পথ বের করা। হয়তো আমরা সফল হবো, হয়তো (সফল) হবো না। কিন্তু আমি মনে করি, ইউক্রেনে যুদ্ধ অবসানের জন্য আমাদের সামনে খুবই ভালো সময় ও সুযোগ এসেছে। যুদ্ধবিরতি আলোচনায় কোন কোন বিষয় ছাড়ের বিষয়টি বিবেচনায় থাকবে এমন প্রশ্নে ট্রাম্প বলেছেন, ভূখণ্ড এবং বিদ্যুৎকেন্দ্র ছাড়ের বিষয়গুলো আলোচনায় অন্তর্ভুক্ত থাকবে। তিনি আরও বলেছেন, এরইমধ্যে কিছু সম্পদ ভাগাভাগির বিষয়ে ইউক্রেন এবং রাশিয়া উভয় পক্ষই অনেক বিষয় নিয়ে আলোচনা করেছে। ইউক্রেনে আপাতত ৩০ দিনের যুদ্ধবিরতি চাইছেন ট্রাম্প। তার প্রস্তাব অনুসারে প্রাথমিক এই যুদ্ধবিরতি চলার সময়েই কূটনৈতিক তৎপরতা-সংলাপ চলবে মস্কো এবং কিয়েভের মধ্যে। যার মূল লক্ষ্য থাকবে স্থায়ীভাবে এ যুদ্ধের অবসান ঘটানো। এতে সংশ্লিষ্ট থাকবে ওয়াশিংটনও। ইউক্রেন গত সপ্তাহে এ প্রস্তাবে সম্মতি দিয়েছে। এখন পুতিনকে রাজি করানোর চেষ্টা করছেন ট্রাম্প। এর আগে ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে বলেছেন, ‘আমার মনে হয় এই সপ্তাহে দুই প্রেসিডেন্টের মধ্যে সত্যিই ভালো এবং ইতিবাচক আলোচনা হতে যাচ্ছে।’

Jamuna Electronics

Infostation
Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম