Logo
Logo
×

দশ দিগন্ত

হোয়াইট হাউজের কাছে অস্ত্রধারী ব্যক্তিকে গুলি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১০ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউজের কাছে এক অস্ত্রধারীকে গুলি করেছেন দেশটির সিক্রেট সার্ভিসের সদস্যরা। বিষয়টি নিশ্চিত করে দেশটির সিক্রেট সার্ভিসের মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি এক্স পোস্টে জানান, গুলিতে আহত ব্যক্তি বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। রোববার হোয়াইট হাউজের কাছে এ ঘটনা ঘটে। বিবিসি।

ঘটনার সময় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফ্লোরিডায় তার মার-এ-লাগো বাসভবনে সাপ্তাহিক ছুটি কাটাচ্ছিলেন। শনিবার স্থানীয় পুলিশ সতর্ক করে জানায়, ইন্ডিয়ানা রাজ্য থেকে এক আত্মঘাতী ব্যক্তি সম্ভবত ওয়াশিংটন ডিসিতে যাচ্ছে। সে হুমকি তৈরি করতে পারে। এমন খবরে সিক্রেট সার্ভিসের সদস্যরা হোয়াইট হাউজের অদূরে ১৭ নম্বর স্ট্রিট এবং জি স্ট্রিটের কাছে সন্দেহভাজন ব্যক্তির গাড়ির অবস্থান শনাক্ত করেন। এক্সে দেওয়া পোস্টে সংস্থাটির মুখপাত্র জানান, পরবর্তী সময়ে অফিসাররা ওই ব্যক্তির কাছে গেলে তিনি অস্ত্র বের করেন। এ সময় গোলাগুলিতে আহত হন তিনি। মুখপাত্র অ্যান্থনি গুগলিলমি জানান, গোলাগুলির ঘটনায় সিক্রেট সার্ভিসের কোনো সদস্য আহত হননি। বিষয়টি তদন্ত করা হচ্ছে। অস্ত্রধারী ব্যক্তির হামলার উদ্দেশ্য হোয়াইট হাউজ ছিল কি না, সেটা নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের সন্দেহ, সম্ভবত আত্মঘাতী হওয়ার জন্যই নিজের বাড়ি থেকে গাড়ি নিয়ে বেরিয়ে ছিলেন সেই ব্যক্তি। সঙ্গে রেখেছিলেন একটি বন্দুকও। স্থানীয় সূত্রে জানা গেছে, খবর পেয়েই সেই যুবকের ওপর নজর রেখেছিল মার্কিন গোয়েন্দারা। ইউনাইটেড স্টেটস সিক্রেট সার্ভিসের তরফে একটি বিবৃতিতে জানানো হয়েছে, এ ঘটনায় সিক্রেট সার্ভিসের কেউ আহত হননি। বাধ্য হয়ে গুলি চালাতে হয়েছে। ওই আহত ব্যক্তির পরিচয় জানানো হয়নি।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম