Logo
Logo
×

দশ দিগন্ত

কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় দাবানলে পুড়ছে জাপান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

তিন দশকেরও বেশি সময়ের মধ্যে সবচেয়ে বড় দাবানলের মুখোমুখি হয়েছে জাপান। বুধবার শুরু হওয়া এ দাবানল আরও ভয়াবহ হয়ে উঠছে। ছড়িয়ে পড়ছে দেশটির উত্তরাঞ্চলে। এখন পর্যন্ত এই দাবানলে একজন নিহত হয়েছেন এবং এক হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। শনিবার এক প্রতিবেদনে জাপানের সংবাদমাধ্যম দ্য জাপান টাইমস এ তথ্য জানিয়েছে।

অগ্নিনির্বাপণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, বুধবার আগুন লাগার পর থেকে ইওয়াতে অঞ্চলের উত্তরাঞ্চলের ওফুনাতো বনে প্রায় এক হাজার ২০০ হেক্টর জমিজুড়ে আগুন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। সংস্থার এক মুখপাত্র জানিয়েছেন, আমরা এখনো ক্ষতিগ্রস্ত এলাকার আকার পরীক্ষা করছি। তবে হোক্কাইডোর কুশিরোতে ১৯৯২ সালের দাবানলের পর এটিই সবচেয়ে বড় দাবানল। সেই আগুনে ১ হাজার ৩০ হেক্টর জমি পুড়ে গেছে, যা পূর্ববর্তী রেকর্ড। সংস্থাটি জানিয়েছে, দেশজুড়ে প্রায় ১ হাজার ৭০০ অগ্নিনির্বাপক কর্মী মোতায়েন করা হয়েছে। পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-এর আকাশ থেকে তোলা এক ফুটেজে সাদা ধোঁয়া উড়তে দেখা গেছে এবং পুরো পাহাড় ঢেকে গেছে। বৃহস্পতিবার স্থানীয় পুলিশ একজনের পুড়ে যাওয়া লাশ উদ্ধার করেছে বলে জানা গেছে। ওফুনাতো পৌরসভার তথ্য অনুযায়ী, শুক্রবার পর্যন্ত আশেপাশের ১ হাজারেরও বেশি বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে এবং ৮০টিরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। আগুন লাগার কারণ জানা যায়নি। শনিবারও আরও দুটি স্থানে আগুন জ্বলছিল। একটি ইয়ামানাশিতে এবং অন্যটি ইওয়াতেতে।

২০২৩ সালে জাপানজুড়ে প্রায় ১ হাজার ৩০০টি দাবানলের ঘটনা ঘটেছিল। যা ফেব্রুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত ঘনীভূত হয়েছিল। সরকারি তথ্য অনুসারে, ১৯৭০-এর দশকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর পর থেকে দাবানলের সংখ্যা হ্রাস পেয়েছে। ওফুনাতোতে গত ফেব্রুয়ারি মাসে মাত্র ২ দশমিক ৫ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা ১৯৬৭ সালের ফেব্রুয়ারিতে রেকর্ড সর্বনিম্ন ৪ দশমিক ৪ মিলিমিটার বৃষ্টিপাতের চেয়ে অনেক কম।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম