Logo
Logo
×

দশ দিগন্ত

জন্মের আগেই নির্ধারণ করা যাবে ক্যানসারের ঝুঁকি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জন্মের আগেই গর্ভে থাকা শিশুর ক্যানসারে আক্রান্ত হওয়ার ঝুঁকি নির্ধারণ করা যাবে। ইঁদুরের ওপর পরিচালিত সাম্প্রতিক এক গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য ওঠে এসেছে। নেচার ক্যানসার জার্নালে প্রকাশিত এই গবেষণায় দুটি স্বতন্ত্র জেনেটিক অবস্থা চিহ্নিত করা হয়েছে। যা একজন ব্যক্তির আজীবন ক্যানসারের ঝুঁকিকে সম্ভাব্য আকার দেয়। এনডিটিভি।

গবেষণা অনুযায়ী বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন, এই দুটি জেনেটিক অবস্থা একজন ব্যক্তির ক্যানসার হওয়ার ঝুঁকি বেশি বা কম কিনা তা প্রভাবিত করে। মিশিগানের গ্র্যান্ড র‌্যা পিডসের ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউটের এপিজেনেটিক্সের চেয়ার ড. জে. অ্যান্ড্রু পসপিসিলিক এই গবেষণার তাৎপর্য ব্যাখ্যা করেছেন। গবেষণায় দেখা গেছে যে, উচ্চ-ঝুঁকিপূর্ণ জেনেটিক অবস্থাযুক্ত ব্যক্তিদের মধ্যে যদি ক্যানসার হয় তবে তাদের ফুসফুস বা প্রোস্টেট ক্যানসারের মতো কঠিন টিউমার হওয়ার সম্ভাবনা বেশি থাকে। অন্যদিকে, যাদের ঝুঁকি কম তাদের লিউকেমিয়া বা লিম্ফোমার মতো তরল ক্যানসারের ঝুঁকি বেশি থাকে। বয়সের সঙ্গে সঙ্গে ডিএনএ ক্ষতি এবং পরিবেশগত কারণের জেরে ক্যানসারের ঝুঁকি বৃদ্ধি পায়। তবে সব অস্বাভাবিক কোষ ক্যানসারে পরিণত হয় না। যার ফলে মিশিগানের ভ্যান অ্যান্ডেল ইনস্টিটিউটের গবেষকরা জেনেটিক্স এবং এপিজেনেটিক্সকে ক্যানসারের ঝুঁকির সম্ভাব্য অবদানকারী হিসাবে অন্বেষণ করতে পরিচালিত করেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম