তরুণদের বিশাল সমাবেশ। মুখে গর্জন, বুকে সাহস। পুলিশি বাধার সামনেও নেই কোনো ভয়। ব্যারিকেডের সামনে দাঁড়িয়েও স্লোগান চলছেই। সোমবার ইন্দোনেশিয়ার রাস্তায় দেখা গিয়েছে এই দৃশ্য। দেশটির প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তোর বাজেট-নীতির বিরোধিতা করে আন্দোলন করছে ছাত্ররা। বিক্ষোভের এক পর্যায়ে ইস্ট জাভার হাউজ অব রিপ্রেজেন্টেটিভের সামনে তাদের ওপর জলকামান নিক্ষেপ করে পুলিশ -এএফপি