Logo
Logo
×

দশ দিগন্ত

ছোট খবর

ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হতে পারেন পল কাপুর

Icon

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মার্কিন কূটনৈতিক পরিসরে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ এশিয়ার সহকারী সচিবের দায়িত্ব পেতে পারেন এস পল কাপুর। ভারতীয় বংশোদ্ভূত কাপুর ডোনাল্ড লু’র স্থলাভিষিক্ত হতে পারেন। পল কাপুর ক্যালিফোর্নিয়ার বাসিন্দা এবং ভারত ও পাকিস্তানবিষয়ক বিশেষজ্ঞ হিসাবে পরিচিত। তিনি পাকিস্তানের কঠোর সমালোচক বলেও বিভিন্ন মহলে পরিচিত। কূটনৈতিক মহলের মতে, পল কাপুর নিয়োগ পেলে দক্ষিণ এশিয়ায় জঙ্গি তৎপরতা দমনে পাকিস্তান ও তাদের গোয়েন্দা সংস্থা আইএসআইয়ের বিরুদ্ধে ভারতের লড়াই সহজ হতে পারে। মপল কাপুর মার্কিন নৌবাহিনীর পোস্ট গ্র্যাজুয়েট স্কুলে অধ্যাপনায় নিয়োজিত ছিলেন। এছাড়া, প্রেসিডেন্ট ট্রাম্পের প্রথম মেয়াদে তিনি হোয়াইট হাউজের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রণালয়ের পলিসি প্ল্যানিং বিভাগে দায়িত্ব পালন করেছেন।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম