কাবুলে মন্ত্রণালয় ভবনে বোমা বিস্ফোরণ

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি মন্ত্রণালয় ভবনে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১ জন নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। মন্ত্রণালয়ের এক কর্মকর্তার বরাতে এ খবর জানিয়েছে খামা প্রেস।
বৃহস্পতিবার তালেবানের নগর উন্নয়ন ও গৃহায়ণ মন্ত্রণালয়ে আত্মঘাতী হামলা চালানো হয়। এ ঘটনায় হতাহতের তথ্য নিশ্চিত করেছেন মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ কামাল আফগান। প্রতিবেদনে আরও বলা হয়েছে, একজন আত্মঘাতী হামলাকারী মন্ত্রণালয় ভবনে প্রবেশের চেষ্টা করছিল। কিন্তু নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাকে বাধা দেয় এবং এরপর সে সঙ্গে থাকা বোমার বিস্ফোরণ ঘটায়। মন্ত্রণালয়ের মুখপাত্র ঘটনাটি সম্পর্কে আর বিস্তারিত কিছু জানাননি। এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী বা ব্যক্তি এই হামলার দায় স্বীকার করেনি। চলতি সপ্তাহে এটা দ্বিতীয় আত্মঘাতী হামলার ঘটনা। এএফপি।