জার্মানির মিউনিখ শহরে জনতার ভিড়ের মাঝে গাড়ি উঠে যাওয়ার এক ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। এই ঘটনায় গাড়ির চালককে আটক করেছে দেশটির পুলিশ। তবে জনতার ভিড়ে গাড়ি উঠে যাওয়ার এই ঘটনা সন্ত্রাসী হামলা কি না, তাৎক্ষণিকভাবে সেই বিষয়ে কিছু জানায়নি পুলিশ। জার্মানির দক্ষিণাঞ্চলীয় ওই শহরে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও
ইউক্রেনের প্রেডিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপস্থিতিতে শীর্ষ নিরাপত্তা সম্মেলনের আগে এই ঘটনা ঘটেছে। জনতার ওপর গাড়ি উঠে যাওয়ার এই ঘটনার পর মিউনিখের কেন্দ্রীয় ট্রেন স্টেশনের কাছে বৃহৎ পরিসরে অভিযান শুরু করেছে। জার্মানের স্থানীয় সংবাদমাধ্যম বিআরের একজন প্রতিনিধি বলেছেন, ‘এক ব্যক্তিকে সড়কে পড়ে থাকতে দেখা গেছে। পরে পুলিশ তাকে নিয়ে গেছে। আতঙ্কিত লোকজন সড়কে বসে কাঁদছেন।’ এএফপি।