‘অভাবে’ বিয়ে করতে ভয় পাচ্ছে চীনারা

যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
চীনে আবারও কমল বিয়ের রেকর্ড। পূর্ব এশিয়ার দেশটিতে ধীরে ধীরে বাড়ছে বৃদ্ধ মানুষের সংখ্যা। নানা রকম কার্যকরী পদক্ষেপ সত্ত্বেও তরুণ-তরুণীদের বিয়েতে উদ্বুদ্ধ করতে পারছে না সরকার। অনেকগুলো কারণের মধ্যে অনেকেই আর্থিক অস্বচ্ছলতা বা অভাবেই বিয়ে করতে ভয় পাচ্ছে। চীনের জনপ্রিয় সামাজিক মাধ্যম উইবোতে একজন লিখেছেন, ‘বিষয়টি এমন নয়, সাধারণ মানুষ বিয়ে করতে চান না। আসলে তাদের বিয়ে করার আর্থিক সামর্থ্য নেই।’ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।
সরকারের নানা চেষ্টা ও বিশেষ সুবিধা দেওয়ার প্রস্তাবের পরও চীনে গত এক বছরে বিয়ের সংখ্যা ২০ শতাংশ কমেছে। দেশটির সিভিল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের প্রকাশিত তথ্যে দেখা গত বছর দেশটিতে মাত্র ৬১ লাখ বিয়ে হয়েছে। ২০২৩ সালেও এই সংখ্যাটি ৭৭ লাখ ছিল। ১৯৮৬ সাল থেকে বিয়ের সংখ্যার রেকর্ড রাখা শুরু করে বেইজিং। গত বছর যে ৬১ লাখ বিয়ে হয়েছে, এটি ১৯৮৬ সালের পর সর্বনিম্ন। যা নতুন রেকর্ড।