Logo
Logo
×

দশ দিগন্ত

ক্ষুব্ধ চীন

তাইওয়ান প্রণালি অতিক্রম করল মার্কিন নৌযান

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যুক্তরাষ্ট্রের দুটি নৌযান তাইওয়ান প্রণালি অতিক্রম করেছে। এতে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে চীন। মার্কিন জাহাজগুলো পর্যবেক্ষণের জন্য যুদ্ধবিমান ও নৌবাহিনী মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন দেশটি। বুধবার এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

মার্কিন নৌবাহিনী জানিয়েছে, আর্লে বার্ক-ক্লাস গাইডেড ক্ষেপণাস্ত্র ডেস্ট্রয়ার ইউএসএস রালফ জনসন এবং পাথফাইন্ডার-ক্লাস জরিপ জাহাজ ইউএসএনএস বাউডিচ উত্তর থেকে দক্ষিণ অভিমুখে গত ১০ থেকে ১২ ফেব্রুয়ারি এই জলপথ অতিক্রম করে। মার্কিন সামরিক বাহিনীর ইন্দো-প্যাসিফিক কমান্ডের মুখপাত্র ম্যাথিউ কমার বলেছেন, ‘ট্রানজিটটি তাইওয়ান প্রণালির একটি করিডোরের মধ্য দিয়ে হয়েছে যা কোনো উপকূলীয় রাষ্ট্রের আঞ্চলিক সমুদ্রের বাইরে অবস্থিত। এই করিডোরের মধ্যে সব দেশ সমুদ্রে নৌচলাচল, আকাশপথে বিমান চলাচলের বৈধ স্বাধীনতা ভোগ করে।’ এদিকে তাইওয়ান প্রণালিতে মার্কিন নৌযানের উপস্থিতি স্বাভাবিকভাবেই চীনের ক্ষোভ বাড়িয়েছে।

Jamuna Electronics

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম