Logo
Logo
×

দশ দিগন্ত

হংকংয়ে ৪৫ গণতন্ত্রপন্থি কর্মীর কারাদণ্ড

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নাশকতা করার ষড়যন্ত্রে অভিযুক্ত ৪৭ জন গণতন্ত্রপন্থিকে গ্রেফতার করা হয়েছিল হংকংয়ে। আলোচিত-সমালোচিত গণতন্ত্রপন্থি আন্দোলনের প্রভাবশালী নেতাসহ মোট ৪৫ জন অধিকারকর্মীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মঙ্গলবার হংকংয়ের উচ্চ আদালত এ আদেশ দেন। তাদের মধ্যে ৪৫ জনকে ৪ থেকে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড দিয়েছে। জাতীয় নিরাপত্তা আইনের অধীনে তাদের এই কারাদণ্ড দেওয়া হয়। মঙ্গলবার এএফপির প্রতিবেদনে উঠে আসে এই তথ্য।

নাশকতা করার ষড়যন্ত্রের অভিযোগে সাবেক আইনজ্ঞ বেনি তাইকে আন্দোলনের ‘সংগঠক’ হিসাবে শনাক্ত করা হয়।

পশ্চিম কাউলুন হাকিম আদালতে ১১৮ দিন ধরে চলা বিচারের পর মে মাসে ১৪ গণতন্ত্রপন্থি আন্দোলনকারী দোষী সাব্যস্ত হন। তাদের মধ্যে অস্ট্রেলিয়ার নাগরিক গর্ডন এনজি এবং আন্দোলনকারী ওয়েন চাও অন্যতম। বিচারের মুখোমুখি হওয়া ৪৭ আন্দোলনকারীর মধ্যে ৩১ জন দোষ স্বীকার করে নিয়েছিলেন। আর বাকি দুজনকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়। এ পর্যন্ত জাতীয় নিরাপত্তা আইনের অধীনে দেওয়া সবচেয়ে দীর্ঘ কারাবাসের দণ্ড এটি।

হংকংয়ের বিশিষ্ট আন্দোলনকারী জোশুয়া ওংকে চার বছর আট মাস আর চাওকে সাত বছর নয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। অন্যতম আন্দোলনকারী সাবেক সাংবাদিক গুয়েনাস হো-কে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আরেক আন্দোলনকারী হেনড্রিক লুইকে চার বছরেরও বেশি কারাদণ্ড দেওয়া হয়েছে। রায় ঘোষণার আগে সকাল থেকেই আদালত প্রাঙ্গণে কয়েকশ মানুষ জড়ো হন। তারা লাইন ধরে কোর্টরুমে প্রবেশের অপেক্ষায় দাঁড়িয়ে থাকেন, হাল্কা বৃষ্টির মধ্যে তাদের অনেকের হাতে ছাতা ছিল। রায় ঘোষণার সময় কোর্টরুমে উপচে পড়া ভিড় ছিল। এ রায় ঘোষণাকে কেন্দ্র করে আদালত প্রাঙ্গণ ও আপশাশে কড়া পুলিশি প্রহরা নেওয়া হয়। পুলিশের সঙ্গে প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর, সাঁজোয়া যান ও অন্যান্য যানবাহন ছিল। আদালতের প্রবেশপথে কয়েকজনকে তল্লাশি ও জিজ্ঞাসাবাদও করা হয়। ২০২১ সালের মার্চে এ মামলার কার্যক্রম শুরু হয়েছিল। অভিযুক্ত ব্যক্তিদের অনেককেই জামিন অযোগ্য ধারায় আটক রাখা হয়েছিল।

Jamuna Electronics

Logo

সম্পাদক : সাইফুল আলম

প্রকাশক : সালমা ইসলাম